পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইন্দোনেশিয়া নির্বাচন : হাতে ব্যালট পেপার গুণে মৃত্যু 272 ভোটকর্মীর

পৃথিবীর ইতিহাসে একদিনে সবথেকে বড় নির্বাচন করে তাক লাগিয়ে দিয়েছিল ইন্দোনেশিয়া । কিন্তু, পরিণাম হল ভয়ংকর । হাতে ব্যালট পেপার গুণতে গিয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 272 জন ভোটকর্মীর ।

ছবি সৌজন্য : টুইটার

By

Published : Apr 28, 2019, 7:17 PM IST

জাকার্তা, 28 এপ্রিল : পৃথিবীর ইতিহাসে একদিনে সবথেকে বড় নির্বাচন করে তাক লাগিয়ে দিয়েছিল ইন্দোনেশিয়া । কিন্তু, পরিণাম হল ভয়ংকর । হাতে ব্যালট পেপার গুণতে গিয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 272 জন ভোটকর্মীর । অসুস্থ 1878 জন । মানসিক অবসাদে ভুগে তাঁরা অসুস্থ হয়েছেন ।

17 এপ্রিল একদিনে সবথেকে বড় নির্বাচন করে তাক লাগিয়ে দেয় ইন্দোনেশিয়া । 26 কোটি জনসংখ্যা বিশিষ্ট ইন্দোনেশিয়ায় ভোট দেন 19 কোটি 30 লাখ মানুষ । প্রেসিডেন্ট নির্বাচন ও স্থানীয় সাংসদ নির্বাচন একসাথেই হয় । পোলিং স্টেশন ছিল 80 হাজার । এক একজন ভোটার পাঁচটি করে ভোট দেন । 8 ঘণ্টা ব্যাপী নির্বাচন ছিল আপাত শান্তিপূর্ণ । সমস্যা শুরু হয় তারপর । হাতে ব্যালট পেপার গুণতে শুরু করেন ভোটকর্মীরা । অত্যাধিক কাজের চাপ ও মানসিক অবসাদের জেরে দিন দিন বাড়তে থাকে মৃতের সংখ্যা ।

নির্বাচন কমিশনের মুখপাত্র আরিফ প্রিয় সুশান্ত বলেন, "এখনও পর্যন্ত 272 জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে । অসুস্থ হয়ে পড়েছেন 1878 জন । 23 এপ্রিল স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ভোটকর্মীদের সুস্থ করে তোলা প্রাথমিক লক্ষ্য । অর্থমন্ত্রক মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করছে ।"

এদিকে, বিরোধীপক্ষের প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রবো সুবিয়ান্তোর ডেপুটি আহমেদ মুজ়ানি বলেন, "ভোটকর্মীদের মৃত্যু হচ্ছে । কমিশন সফল নির্বাচন করাতে ব্যর্থ ।"

কুইক কাউন্টে প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে পরাজিত হয়েছেন প্রবো । তবে, এই হারের পিছনে ষড়যন্ত্র দেখছেন তিনি । অভিযোগ উড়িয়ে দিয়েছেন উইদোদোর সচিব ।

22 মে ইন্দোনেশিয়া নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হবে ।

ABOUT THE AUTHOR

...view details