ইসলামাবাদ, ৫ মার্চ : জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজ়হারের ভাই মুফতি আবদুর রউফকে আজ গ্রেপ্তার করল পাকিস্তান সরকার। সেইসঙ্গে জইশের আরও ৪৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শেহরার আফিরি আজ এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, "কোনও (ভারতের) চাপের কাছে নতি স্বীকার করে এই পদক্ষেপ করা হয়নি। যাদের আজ গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মাসুদ আজ়হারের ভাই মুফতি আবদুর রউফ ও হামাদ আজ়হার। সব নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে।"
পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, ভারত সরকার পাকিস্তানকে জঙ্গি হামলা সংক্রান্ত যে নথি দিয়েছিল তাতে মুফতি আবদুর রউফ ও হামাদ আজ়হারের নাম রয়েছে।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গির আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি CRPF জওয়ান শহিদ হন। এই ঘটনার পর মাসুদ আজ়হার সহ জইশ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত, অ্যামেরিকা সহ একাধিক দেশ পাকিস্তানের উপর চাপ দেয়। ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে জইশ জঙ্গিদের ঘাঁটিগুলির উপর অভিযান চালায় ভারতের বায়ুসেনা। তারপর পাকিস্তান সরকার রউফ সহ মোট ৪৫ জন জঙ্গিকে গ্রেপ্তার করল। আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে পাকিস্তান এই পদক্ষেপ নিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।