পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kabul T-shirt: ছিঃ! বিমান থেকে পড়ে আফগানদের মৃত্যু নিয়ে টি-শার্ট বিক্রি

বিমান থেকে পড়ে আফগানদের (Afghans Falling From Plane) মৃত্যুর দৃশ্য টি-শার্টে এঁকে অনলাইনে বিক্রি চলছে ৷ তাতে আবার লেখা হয়েছে কাবুল স্কাই ডাইভিং ক্লাব (Kabul skydiving club) ৷ এই ঘটনায় রুষ্ট নেটনাগরিকরা ৷

kabul-skydiving-club-t-shirts-mocking-afghans-falling-from-plane-slammed-by-netizen
ছিঃ! বিমান থেকে পড়ে আফগানদের মৃত্যু নিয়ে টি-শার্ট, লেখা কাবুল স্কাই ডাইভিং ক্লাব

By

Published : Aug 20, 2021, 3:21 PM IST

Updated : Aug 20, 2021, 3:57 PM IST

কাবুল, 20 অগস্ট : কাবুলে তালিবানি দখলদারির পর দেশ ছাড়তে মরিয়া আফগানদের পরিস্থিতি দেখে শিউড়ে উঠেছে গোটা বিশ্ব ৷ বিমানের চাকা ধরে পালিয়ে বাঁচতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে ৷ আকাশ থেকে তারা খসার মতো বিমান থেকে খসে পড়তে (Afghans Falling From Plane) দেখা যায় মানুষকে ৷ পরে বিমানের চাকায় মেলে দেহাংশও ৷ এই দৃশ্য হাড়হিম করে দিয়েছে বিশ্ববাসীর ৷ তবে সেই ছবিকে ব্যবহার করে দেদার ব্যবসা চলছে অনলাইনে ৷ বিমান থেকে আফগানদের পড়ে যাওয়ার মর্মান্তিক ছবি আঁকা হয়েছে টি-শার্টে ৷ আর একদল মানুষ এতটাই অমানবিক যে, সেই টি-শার্টই এখন তাঁদের ফ্যাশনে ইন ৷ সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ পড়ে গিয়েছে এই ঘটনায় ৷

গত রবিবার তালিবান কাবুল দখল করার পরই আফগানদের দেশ ছাড়ার হিড়িক পড়ে যায় ৷ সোমবার কাবুল বিমানবন্দরে (Kabul Airport) মারমারি করে বিমানে উঠতে দেখা যায় অসংখ্য় মানুষকে ৷ ইউএসএএফ বোয়িং সি-17 বিমানে উঠে পড়েন 640 জন যাত্রী ৷ যাঁরা বিমানের ভেতর জায়গা পাননি, তাঁরা বিমানের চাকা অথবা ডানার খাঁজে বসে পড়েন ৷ কিন্তু আকাশে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হয় বিশ্ব ৷ বিমান থেকে খসে নিচে পড়ে থেঁতলে যান দু‘জন ৷ পরে জানা যায় তাঁরা দুই ভাই রেজা এবং কবীর ৷ বিমানবন্দরের কাছাকাছি একটি বাড়ির ছাদে গিয়ে পড়ে তাঁদের দেহ ৷ বিমানের চাকায় মেলে আফগানিস্তানে জাতীয় দলের ফুটবলার 19 বছরের জাকি আনওয়ারির দেহাবশেষ ৷ এই দৃশ্য অনেকেরই চোখে জল এনে দিয়েছে ৷

আরও পড়ুন:Afghanistan Crisis : বিমানের চাকায় লেগে থাকা দেহাবশেষ 19 বছরের আফগান ফুটবলারের

তবে যাঁরা অর্থ উপার্জনের জন্য ন্যূনতম মানবিকতা বোধটুকও হারিয়েছেন, তাঁরা সেই মর্মান্তিক দৃশ্য নিয়েও ব্যবসা করছেন ৷ বিমান থেকে আফগানদের পড়ে যাওয়ার ছবিকে টি-শার্টে এঁকে তাঁরা অনলাইনে বিক্রি করছেন ৷ তাতে আবার বিদ্রুপের সুরে লেখা রয়েছে, 'কাবুল স্কাই ডাইভিং ক্লাব (Kabul Skydiving Club), ইএসটি. 2021 ৷'

আরও পড়ুন :Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

সাম্প্রতিক ঘটনা মানেই সেটা নতুন থিম ! আর সেই থিমের টি-শার্ট মানেই হালফ্যাশনে গা ভাসানো ! সেই ধারণা থেকেই টি-শার্টের থিমে আনা হয়েছে এই মর্মান্তিক ঘটনাকে ৷ শর্ট থেকে 5এক্সএল - নানা সাইজে নানা রঙে এই টি-শার্ট মিলছে ৷ দাম রাখা হয়েছে 12 পাউন্ড ৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাম 1200-র কিছু বেশি ৷ টিফরস্পোর্টস, টিশার্টঅ্যটলোপ্রাইস ডট কম-সহ বিভিন্ন অনলাইন স্টোরে এই টি-শার্টের বিক্রি চলছে ৷

আরও পড়ুন:Afghanistan : কাজ যেতে বাধা দিচ্ছে তালিবান, অভিযোগ মহিলা সাংবাদিকের

এই ঘটনায় স্বাভাবিকভাবেই অত্যন্ত রুষ্ট নেটনাগরিকরা ৷ আফগানদের যন্ত্রণাকে পুঁজি করে ব্যবসা করার প্রচেষ্টার তীব্র নিন্দা করেছেন তাঁরা ৷ আটলান্টিক কাউন্সিলের ইরানিয়ান আমেরিকান হোলি ডেগ্রেসের কথায়, "হতাশ আফগানরা যখন পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টায় বিমানগুলি আঁকড়ে ধরেছেন, তখন কেউ এই বিরক্তিকর টি-শার্ট দিয়ে তাঁদের যন্ত্রণা ও দুর্দশাকে পুঁজি করার সিদ্ধান্ত নিয়েছে ৷" অনেকে এই ঘটনাকে ন্যক্কারজনক ও ঘৃণ্য বলে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন :Taliban: কান্দহার-হেরাটে বন্ধ ভারতীয় কনস্যুলেটে হানা তালিবানের, নথির খোঁজে তল্লাশি

Last Updated : Aug 20, 2021, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details