পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিক্ষোভ থামাতে আড়াই লক্ষ মানুষের উপর হামলা চালিয়েছে জুন্টা - জাকার্তা

1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় মায়ানমারে ৷ জুন্টা সামরিক শাসকের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয় আন্দোলন ৷ সেই বিক্ষোভ থামাতে গিয়ে এখনো পর্যন্ত 2,50,000 জন মানুষের উপর হামলা চালিয়েছে জুন্টা বাহিনী, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের ৷

জুন্টা সামরিক বাহিনী গদিচ্যুত করে আউং সান সু চি-কে
জুন্টা সামরিক বাহিনী গদিচ্যুত করে আউং সান সু চি-কে

By

Published : Apr 21, 2021, 5:16 PM IST

ইয়াঙ্গন: জুন্টার সামরিক বাহিনী দেশের বিক্ষোভ দমন করতে গিয়ে 2,50,000 সংখ্যক মানুষের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে, একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জের "রাইটস এনভয়" ৷ আর তারা সবাই মায়ানমারের বাসিন্দা ৷

1 ফেব্রুয়ারি হঠাৎই জোর করে নেত্রী আউং সান সু চি-কে গদিচ্যুত করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী জুন্টা ৷ এর বিরুদ্ধে রাস্তায় নামে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ৷ দেশজুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ ৷

স্থানীয় পর্যবেক্ষণ দলের হিসেব অনুযায়ী অন্ততপক্ষে 738 জন মারা গিয়েছেন আর 3,300 জন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে রয়েছেন ৷

মায়ানমারে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কর্মী টম অ্যানড্রিউজ একটি টুইটে জানিয়েছেন, "জেনে ভয়ঙ্কর লাগছে... জুন্টার আক্রমণে এখনও পর্যন্ত 2,50,000 জন বিক্ষোভকারীকে স্থানচ্যুত হতে হয়েছে ৷" তিনি সারা বিশ্বের কাছে আবেদন জানিয়েছেন এখনই এ বিষয়ে পদক্ষেপ করতে ৷

আরও পড়ুন: করোনা ঢেউয়ে ব্রিটেনের 'রেড লিস্ট'-এ ঢুকল ভারত

ফ্রি বার্মা রেঞ্জার্স, একটি খ্রিস্টান সংস্থা (সাহায্যপ্রাপ্ত)-এর হিসেব অনুযায়ী গত সপ্তাহে জুন্টার সামরিক বাহিনী উত্তর কারেনে অন্ততপক্ষে 24,000 জনের উপর হামলা চালিয়েছে ৷ এমনকি এই মাসের শুরুতে আকাশপথেও আক্রমণ করেছে ৷

কারেন ন্যাশনাল ইউনিয়ন ব্রিগেড ফাইভ-এর মুখপাত্র পাদোহ মান মান জানান যে, বুধবার 2000-এরও বেশি কারেনের অধিবাসী এবার মায়ানমারের সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে চলে গিয়েছেন ৷ আরও হাজারখানেক মানুষ শহরের মধ্যেই এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছেন ৷ তিনি বলেন, "এই কাছাকাছি জঙ্গলে তারা সবাই লুকিয়ে রয়েছেন ৷"

রবিবার, জাকার্তায় ক্রমাগত সংঘর্ষ বেড়ে চলা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতা আর বিদেশ মন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হবে ৷ তবে এই বৈঠকে জুন্টার সেনাপ্রধান মিং অং হাইং-এর অংশগ্রহণ নিয়ে বহু মানবাধিকার কর্মী আর দল সমালোচনা করেছে ৷

হিউম্যান রাইটস ওয়াচে'স-এর ব্র্যাড অ্যাডামস বলেন, "গণতন্ত্রের পক্ষে কথা বলা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিন আংগ লাইংগ নিজেই সামরিক অত্যাচার আর নৃশংস আক্রমণ করেছে ৷ তা নিয়ে তাঁকে আন্তর্জাতিক সমালোচনার মুখেও পড়তে হয়েছে ৷ তাই এরকম একটা আন্তঃসরকারি বৈঠকে তাঁকে ডাকা ঠিক হয়নি ৷"

সম্প্রতি নেইপিহোডোরে জুন্টা সরকার এক মাস ধরে বন্দি থাকা ফ্রিল্যান্স ভিডিয়ো সাংবাদিক কো ল্যাটকে মুক্তি দিয়েছে ৷

আসিয়ান-এর হিসেব অনুযায়ী সেনা অভ্যুত্থানের পর থেকে অন্ততপক্ষে 70 জন রিপোর্টারকে গ্রেফতার করা হয়েছে আর 38 জনকে আটকে রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details