টোকিয়ো, 25 ফেব্রুয়ারি : চিনের দাবি করোনা ভাইরাসের উৎপত্তি সেই দেশে হয়নি ৷ বরং বাইরের কোনও দেশ থেকে কোল্ড চেনের মাধ্যমে ওই ভাইরাস চিনে ঢুকে পড়ে বলে তারা দাবি করেছে ৷ চিনের এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করল বিশ্বস্বাস্থ্য সংস্থার জাপানি এক বিশেষজ্ঞ ৷ তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার সেই প্রতিনিধি দলের সদস্য, যে দল চিনের উহানে করোনা ভাইরাসের উৎস খুঁজতে গিয়েছিল ৷
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকসাস ডিজিজ এর ভেটেরনারি মাইক্রোবায়োলজিস্ট কেন মায়েডা জানিয়েছেন, চিনের দাবি যে ফ্রোজেন ফুডের মাধ্যমে সেই দেশে ভাইরাস প্রবেশ করেছে ৷ কিন্তু এই দাবি সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ তাঁর দাবি, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল ও চিনের মধ্যে ‘উপলব্ধির পার্থক্য’ রয়েছে ৷
বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই বিশেষজ্ঞের বক্তব্য, ‘‘এখনও এমন অনেক জিনিস আছে, তা আমরা জানতে পারিনি ৷ সেখানে অনেক বাধা রয়ে গিয়েছে ৷’’ সপ্তাহ কয়েক আগে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে করোনার উৎস জানতে এই অনুসন্ধান শুরু হয় ৷ তার পর বিশ্বস্বাস্থ্য সংস্থা জানায় যে কোনও প্রাণী থেকে চিনে করোনার সংক্রমণ ছড়ায়নি ৷ তবে তারা জানায় যে গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়ানোর কোনও সম্ভাবনা ব্যাখ্যা করা যাচ্ছে না ৷
আরও পড়ুন :অতিমারীতে বেড়েছে আত্মহত্যা, প্রতিরোধে একাকীত্ব মন্ত্রী নিয়োগ
তারা জানিয়েছিল যে এই ভাইরাস যে কোন প্রাণী থেকে ছড়িয়েছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ৷ আর 2019 সালে কোনও প্রাণী থেকেই ওই ভাইরাস ছড়িয়েছিল, কি না সেটাও স্পষ্ট নয় ৷ তাই এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে ৷