তেহেরান (ইরান), 15 এপ্রিল : ইরানে বন্যায় কমপক্ষে 76 জনের মৃত্যু হয়েছে। প্রায় এক মাস ধরে চলা এই বন্যার কবলে কয়েকশো মানুষ।
ইরানে 1 মাস ধরে চলছে বন্যা, মৃত বেড়ে 76 - rescue
ইরানের বন্যায় 76 জনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ এখনও ঘরছাড়া।
এখন বন্যার জল ধীরে ধীরে কমছে, তবুও দেশের কয়েকটি জায়গায় সতর্কবার্তা জারি রয়েছে। এই বিষয়ে, ইরানের আবহাওয়া অফিসের আধিকারিক আহাদ বাজিফে বলেন, "এখনও ফার্স, হরমোজগান, সিস্তান ও বালুচিস্তানের দক্ষিণ-পূর্ব এলাকা এবং দক্ষিণ খোরাসান ও খোরসান রাজভির উত্তর-পূর্ব এলাকায়
বন্যার প্রভাব রয়েছে। এছাড়া খাজিস্তানে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"
19 মার্চ থেকে ইরানের 25 টি রাজ্য বন্যার কবলে। দেশের কয়েক হাজার মানুষ এখনও ঘরছাড়া। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।