হায়দরাবাদ, 21 অগস্ট :শনিবার ফের আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতীয়দের উদ্ধার করা হল ৷ একটি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানিয়েছে যে, বায়ুসেনার (Indian Air Force) একটি সি-130জে বিমান (C-130J transport aircraft) এদিন কাবুল থেকে 85 জন ভারতীয়কে উদ্ধার করে এনেছে ৷ সেখান থেকে বিমানটি চলে যায় তাজাকিস্তান (Tajakistan) ৷ সেখানে জ্বালানি ভরার জন্যই নামে ওই বিমান ৷
অগস্টের শুরু থেকে আফগানিস্তানের একের পর এক প্রদেশ তালিবানের (Taliban) দখলে চলে যেতে থাকে ৷ গত 15 অগস্ট কাবুলও (Kabul) দখল করে নেয় তারা ৷ তার পর থেকে অনেকেই আটকে পড়েছেন সেই দেশে ৷ এর আগে ভারত সরকারের তরফে সেখানকার ভারতীয় দূতাবাসের কর্মী ও অন্যান্য অনেককে উদ্ধার করে আনা হয় ৷ তার পর আবার শনিবার 85 জনকে উদ্ধার করা হল ৷ তবে এখনও অনেক ভারতীয় সেখানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Afghanistan Crisis : অভিযোগ অস্বীকার তালিবানের, নিরাপদে রয়েছেন ভারতীয় নাগরিকরা
জানা গিয়েছে, 250 জনকে ভারতীয় বায়ুসেনার উদ্ধার করার কথা ছিল ৷ কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন হওয়ায় আপাতত অল্প কয়েকজনকে উদ্ধার করে আনা হল ৷ কারণ, এমন বহু জায়গা রয়েছে, সেখান থেকে বিমানবন্দরে পৌঁছানো বেশ কঠিন ৷ তাছাড়া রাস্তায় তালিবানের তরফে অনেক চেক পয়েন্ট করা হয়েছে ৷ তাই অনেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারছেন না ৷