পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan : কাবুল থেকে আরও 85 জন ভারতীয়কে উদ্ধার বায়ুসেনার

কাবুল থেকে আরও 85 জন ভারতীয়কে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা ৷ একটি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ এখনও আটকে বহু ৷

indian-air-force-c-130j-takes-off-from-kabul-with-over-85-indians
Afghanistan : কাবুল থেকে আরও 85 জন ভারতীয়কে উদ্ধার বায়ুসেনার

By

Published : Aug 21, 2021, 2:42 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট :শনিবার ফের আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতীয়দের উদ্ধার করা হল ৷ একটি সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানিয়েছে যে, বায়ুসেনার (Indian Air Force) একটি সি-130জে বিমান (C-130J transport aircraft) এদিন কাবুল থেকে 85 জন ভারতীয়কে উদ্ধার করে এনেছে ৷ সেখান থেকে বিমানটি চলে যায় তাজাকিস্তান (Tajakistan) ৷ সেখানে জ্বালানি ভরার জন্যই নামে ওই বিমান ৷

অগস্টের শুরু থেকে আফগানিস্তানের একের পর এক প্রদেশ তালিবানের (Taliban) দখলে চলে যেতে থাকে ৷ গত 15 অগস্ট কাবুলও (Kabul) দখল করে নেয় তারা ৷ তার পর থেকে অনেকেই আটকে পড়েছেন সেই দেশে ৷ এর আগে ভারত সরকারের তরফে সেখানকার ভারতীয় দূতাবাসের কর্মী ও অন্যান্য অনেককে উদ্ধার করে আনা হয় ৷ তার পর আবার শনিবার 85 জনকে উদ্ধার করা হল ৷ তবে এখনও অনেক ভারতীয় সেখানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Afghanistan Crisis : অভিযোগ অস্বীকার তালিবানের, নিরাপদে রয়েছেন ভারতীয় নাগরিকরা

জানা গিয়েছে, 250 জনকে ভারতীয় বায়ুসেনার উদ্ধার করার কথা ছিল ৷ কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন হওয়ায় আপাতত অল্প কয়েকজনকে উদ্ধার করে আনা হল ৷ কারণ, এমন বহু জায়গা রয়েছে, সেখান থেকে বিমানবন্দরে পৌঁছানো বেশ কঠিন ৷ তাছাড়া রাস্তায় তালিবানের তরফে অনেক চেক পয়েন্ট করা হয়েছে ৷ তাই অনেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারছেন না ৷

তবে তালিবান যে ক্রমশ আরও বেপরোয়া হয়ে উঠবে, তা যখন আঁচ করা যাচ্ছিল, তখন থেকেই আফগানিস্তানে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় ৷ কান্দাহারে (Kandahar) ভারতীয় দূতাবাস থেকে সমস্ত কর্মীকে সরিয়ে আনা হয় নিরাপদে ৷ তখনও ওই শহরে তালিবান প্রবেশ করেনি ৷ তার কিছুদিন পরেই কান্দাহার দখল করে তালিবান ৷

আরও পড়ুন :Taliban : অপহরণ ! কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ভারতীয়দের তুলে নিয়ে গেল তালিবান : সূত্র

ওই কর্মীদের প্রথমে নিয়ে আসা হয় কাবুলে ৷ তাঁরা সেখান থেকেই কাজ করছিলেন ৷ পরে তাঁদের দেশে ফেরানো হয় ৷ ফলে বোঝাই যাচ্ছে, সেখানে আটকে পড়া দেশের নাগরিকদের ফেরাতে তৎপর ভারত সরকার ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সঙ্গে সেখান থেকে নাগরিকদের ফেরানোর কাজ চলছে ৷

এদিকে রোজই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের খবর পাওয়া যাচ্ছে ৷ এখানে পরিজনরা অত্যন্ত চিন্তিত ৷ বাংলার প্রায় 200 জন এখনও সেখানে আটকে রয়েছেন বলে কয়েকদিন আগে জানা গিয়েছিল ৷ তা নিয়ে রাজ্য সরকার চিঠিও লিখেছে বিদেশমন্ত্রকে ৷ এখন দেখার কতদিনের মধ্যে ফিরিয়ে আনা যায় আফগানিস্তানে আটকে পড়া সমস্ত ভারতীয়কে ৷

আরও পড়ুন :Taliban defeat : আফগানিস্তানের তিনটি জেলায় হার, পিছু হঠছে তালিবানরা ?

ABOUT THE AUTHOR

...view details