ইসলামাবাদ ও দিল্লি, ১৯ মার্চ : পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা হতে হচ্ছে। এমন কী, তাঁদের গতিবিধির উপরও নজর রাখা হচ্ছে। এই নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে প্রতিবাদ জানাল দিল্লি।
পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে একটি প্রতিবাদপত্র দিয়েছে ভারত। তাতে বলা হয়েছে, শুধু মার্চে পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা হওয়ার ১৩টি ঘটনা হয়েছে। এইরকম ঘটনা বন্ধে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। একইসঙ্গে ঘটনার তদন্তের দাবি জানিয়েছে দিল্লি।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। এর ১২ দিন পর পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকেছিল পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান। পাকিস্তানের যুদ্ধবিমানকে ধাওয়া করেছিল ভারতের যুদ্ধবিমান। আর সেইসময় পাকিস্তানের ছোড়া গুলির আঘাতে ভেঙে পড়ে মিগ ২১। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের সেনার হাতে ধরা পড়েন। ৫৮ ঘণ্টা পর অভিনন্দনকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেয় পাকিস্তান।