পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাংলাদেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিল ভারত

বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার রিবা গঙ্গোপাধ্যায় দাস এই বিষয়ে বলেন, "15 মার্চ SAARC- র নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সে এই বিষয়ে কথা বলেন । সেই কথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্যোগে এই পদক্ষেপ করা হয় । দ্বিতীয়বারের জন্য এই সাহায্য এসে পৌঁছায় ।"

hcq
hcq

By

Published : Apr 28, 2020, 12:20 PM IST

ঢাকা, 28 এপ্রিল : বাংলাদেশকে এক লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দিল ভারত । এছাড়াও 50 হাজার সার্জিকাল গ্লাভসও ভারতের তরফে বাংলাদেশকে দেওয়া হয় । বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার রিবা গঙ্গোপাধ্যায় দাস ভারতের হয়ে বাংলাদেশ সরকারের হাতে চিকিৎসার এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন । তিনি বলেন, "15 মার্চ SAARC-র নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সে এই বিষয়ে কথা বলেন । সেই কথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্যোগে এই পদক্ষেপ করা হয় । দ্বিতীয়বারের জন্য এই সাহায্য এসে পৌঁছায় ।"

বাংলাদেশ সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে বাংলাদেশ সরকারের তরফে ভারতের সাহায্যের কথা উল্লেখ করা হয় । বিবৃতিতে লেখা হয়, “বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জ়াহিদ মালেক ভারতের সমর্থনের প্রশংসা জানাচ্ছেন । চিকিৎসার সরঞ্জামের জোগান দিয়ে যাচ্ছে ভারত । কোরোনা মোকাবিলায় বাংলাদেশকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করেছে ভারত ।”

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জ়াহিদ মালেক বলেন, “আমাদের প্রতিবেশী দেশের সাহায্যকে সবসময় স্বাগত ।” ভারতের তরফে এর আগে প্রথম ধাপে 25 মার্চ 30 হাজার সার্জিকাল মাস্ক এবং 15 হাজার হেড-কভারস বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেনের হাতে তুলে দেওয়া হয়েছিল । এইসব সামগ্রী COVID-19 এমার্জেন্সি ফান্ডের অন্তর্ভুক্ত ।

SAARC-র অন্তর্ভুক্ত দেশগুলির নেতাদের সঙ্গে 15 মার্চ ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী । তিনি COVID-19 এমার্জেন্সি ফান্ডের ঘোষণা করেন । প্রাথমিকভাবে ভারতের তরফে 10 মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয় । বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 5,416 । মৃত্যু হয়েছে 145জনের । দেশের 64টি জেলার মধ্যে 61টি জেলায় কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে ।

ABOUT THE AUTHOR

...view details