ঢাকা, 28 এপ্রিল : বাংলাদেশকে এক লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দিল ভারত । এছাড়াও 50 হাজার সার্জিকাল গ্লাভসও ভারতের তরফে বাংলাদেশকে দেওয়া হয় । বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার রিবা গঙ্গোপাধ্যায় দাস ভারতের হয়ে বাংলাদেশ সরকারের হাতে চিকিৎসার এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন । তিনি বলেন, "15 মার্চ SAARC-র নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সে এই বিষয়ে কথা বলেন । সেই কথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্যোগে এই পদক্ষেপ করা হয় । দ্বিতীয়বারের জন্য এই সাহায্য এসে পৌঁছায় ।"
বাংলাদেশ সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে বাংলাদেশ সরকারের তরফে ভারতের সাহায্যের কথা উল্লেখ করা হয় । বিবৃতিতে লেখা হয়, “বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জ়াহিদ মালেক ভারতের সমর্থনের প্রশংসা জানাচ্ছেন । চিকিৎসার সরঞ্জামের জোগান দিয়ে যাচ্ছে ভারত । কোরোনা মোকাবিলায় বাংলাদেশকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করেছে ভারত ।”