পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

১৫ বছরে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতির দেশ হওয়া লক্ষ্য : মোদি

১৫ বছরে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতির দেশ হওয়া লক্ষ্য ভারতের। সিওলে বসবাসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি

By

Published : Feb 22, 2019, 2:55 AM IST

সিওল, ২২ ফেব্রুয়ারি : "ভারত শীঘ্রই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে চলেছে। আগামী ১৫ বছরে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতি দেশের মধ্যে ভারত থাকবে বলে আশা করছি।" গতকাল দক্ষিণ কোরিয়ার সিওলে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সিওলে বসবাসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপ নিয়ে কথা বলেন। ভারতকে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি উল্লেখ করে মোদি বলেন, "আমাদের লক্ষ্য আগামী ১৫ বছরে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে হওয়া।" তিনি আরও বলেন, "আমি যখন প্রধানমন্ত্রী হই তখন বিশ্বের ১১তম অর্থনীতি ছিল ভারত। এখন ষষ্ঠস্থানে রয়েছে। ওইদিন বেশি দূরে নেই যখন আমাদের দেশ প্রথম পাঁচের মধ্যে থাকবে। যদিও আমাদের লক্ষ্য তৃতীয়স্থানে আসা।" তিনি আরও বলেন, "বসবাসের জন্য ও ব্যবসার জন্য দেশকে আরও উপযুক্ত করতে গত সাড়ে ৪ বছরে অনেক পদক্ষেপ নিয়েছি আমরা। সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিতে আমরা আরও কাজ করব।"

২ দিনের সফরে গতকাল সকালেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আজ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায় ইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। কোরিয়া অঞ্চলে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।

ABOUT THE AUTHOR

...view details