পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"জাপান ও জার্মানি সীমান্ত ভাগ করে", লোক 'হাসালেন' ইমরান

পাকিস্তানে সফররত ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির সঙ্গে যৌথ সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভুল করে জাপানকে জার্মানির সীমান্তবর্তী দেশ হিসেবে উল্লেখ করলেন ।

ইমরান

By

Published : Apr 23, 2019, 4:37 PM IST

ইসলামাবাদ, 23 এপ্রিল : পাকিস্তানে সফররত ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির সঙ্গে যৌথ সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভুল করে জাপানকে জার্মানির সীমান্তবর্তী দেশ হিসেবে উল্লেখ করলেন । ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গেছে সম্মেলনে তিনি বলছেন, যে পূর্ব এশিয় দ্বীপপুঞ্জে জাপান, ইউরোপের দেশ জার্মানির সাথে সীমান্ত ভাগ করে ।

ইমরান খান বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য জার্মানি ও জাপান তাদের সীমান্ত অঞ্চলে যৌথভাবে শিল্প স্থাপন করেছিল ।" তবে এই প্রথমবার নয় । এর আগেও আফ্রিকাকে উন্নয়নশীল 'দেশ' বলে ট্রোল্ড হয়েছিলেন ইমরান খান ।

আদতে মনে করা হচ্ছে ইমরান খান ভুল করে ফ্রান্সের বদলে জাপানের নাম নিয়ে ফেলেছিলেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জার্মানি ও ফ্রান্স বন্ধুত্ব স্থাপন করতে ইলিসি চুক্তি সই করে । চুক্তি অনুযায়ী বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করাই ছিল উদ্দেশ্য ।

ABOUT THE AUTHOR

...view details