ঢাকা, 14 জুলাই : বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ প্রয়াত । আজ সকাল 7 টা 15 মিনিটে ঢাকায় এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ।
প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ - ঢাকা
আজ সকালে প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ।
27 জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । কিডনি ও ফুসফুসের অসুখে ভুগছিলেন । গত কয়েকদিনে ক্রমে তাঁর অবস্থার অবনতি হচ্ছিল । তাঁর মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোকপ্রকাশ করেছেন ।
অবিভক্ত ভারতের কোচবিহারে জন্ম হয়েছিল এরশাদের । স্নাতক হওয়ার পর তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1982 সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদেশের ক্ষমতা দখল করেন এরশাদ । 1991 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন । পরে নাগরিক আন্দোলনের জেরে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন । তারপর ছ'বছর জেলে ছিলেন তিনি ।