পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সন্ত্রাসে আর্থিক মদত, ধূসর তালিকাতেই ইমরানের পাকিস্তান - ধূসর তালিকা

সন্ত্রাসকে আর্থিক মদত দেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেয়নি পাকিস্তান । এই অভিযোগে ইমরান খানের দেশকে ধূসর তালিকাতেই রেখে দিল এফএটিএফ । 2019 সারে মধ্যে পাকিস্তানকে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছিল ।

a
পাকিস্তানকে ধূসর তালিকাতেই রেখে দিল এফএটিএফ

By

Published : Feb 26, 2021, 7:49 AM IST

Updated : Feb 26, 2021, 10:03 AM IST

প্যারিস, 26 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মহলে আরও কোণঠাসা পাকিস্তান । সন্ত্রাসকে আর্থিক মদত দেওয়া বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তাদের ধূসর তালিকাতেই রেখে দিল বিশ্ব সন্ত্রাসের নজরদার ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ।

তারা বলেছেন, সন্ত্রাসকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করতে বিরাট খামতি রেখে দিয়েছে পাকিস্তান । সেই কারণে তাদের ''বর্ধিত নজরদার তালিকা''তেই রেখে দেওয়া হল । এর অপর নাম ''ধূসর তালিকা'' ।

2018 সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করেছিল এফএটিএফ। 2019 সালের মধ্যে অর্থ পাচার ও সন্ত্রাসকে আর্থিক মদত দেওয়া রুখতে পরিকল্পনা বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানকে । কোভিড পরিস্থিতির কারণে সেই ডেডলাইন বাড়ানো হয়েছিল ।

আরও পড়ুন:সীমান্তে নজরদারি আর পাচারে ড্রোন ব্য়বহার করছে পাকিস্তান: বিএসএফের ডিজি

গত তিনদিন ধরে প্লেনারি বৈঠকের পর এফএটিএফ সিদ্ধান্ত নিয়েছে যে, পাকিস্তানকে ধূসর তালিকাতেই রাখা হবে । এফএটিএফ-এর সভাপতি মারকাস প্লেয়ার জানিয়েছেন, ''27টি পদক্ষেপের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি পদক্ষেপ করা এখনও বাকি রয়েছে । সেই কারণে পাকিস্তানকে বর্ধিত নজরদার তালিকাতেই রাখা হচ্ছে ।'' তাঁর যুক্তি, তাদের যে ডেডলাইন দেওয়া হয়েছিল, তা অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি পাকিস্তান ।

Last Updated : Feb 26, 2021, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details