কাবুল, 7 অক্টোবর : আফগানিস্তানে বিস্ফোরণ । মৃত কমপক্ষে 10, আহত 27 । মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে । আজ (সোমবার) আফগানিস্তানের জালালাবাদে একটি পরিত্যক্ত রিকশায় বিস্ফোরণটি ঘটে ।
আফিগানিস্তানে বিস্ফোরণ, মৃত শিশু-সহ 10
আফগানিস্তানে বিস্ফোরণ । মৃত কমপক্ষে 10, আহত 27 ।
ছবিটি প্রতীকী
আফিগানিস্তানের নানগারহারের জালালাবাদে আফগান সেনার গাড়ির পাশে একটি পরিত্যক্ত রিকশায় বিস্ফোরণটি ঘটে । মনে করা হচ্ছে, বিস্ফোরক রাখা ছিল সেখানেই ৷ আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে যাঁরা জখম তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক ।
এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷
Last Updated : Oct 7, 2019, 10:03 PM IST