ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বিমান অপহরণের চেষ্টা করা হল। ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল বিমানটি। এক বন্দুকবাজ বিমানটি হাইজ্যাকের চেষ্টা করে। স্থানীয় সময় বিকেল ৫ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, বিমানটি টেক অফ করার পর এক বন্দুকবাজ যাত্রীদের ও ক্রু মেম্বারদের হুমকি দিচ্ছিল। এমন কী সে প্রধানমন্ত্রী ও সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলারও দাবি করে। তার হাতে একটি পিস্তল ছিল।