কলম্বো, 23 এপ্রিল : শ্রীলঙ্কায় ৮টি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১০। পুলিশের পক্ষ থেকে আজ একথা জানানো হয়। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনসেকারা সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই পুলিশি হেপাজতে রয়েছে।
দেশের প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী, ঘটনার পিছনে স্থানীয় সন্ত্রাসবাদীদের সঙ্গে আন্তর্জাতিক কোনও জঙ্গি সংগঠন জড়িত। জানা গেছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা বিদেশমন্ত্রকের পদস্থ আধিকরাকিদের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। ঘটনার তদন্তের প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য চাওয়া হবে।