নাখন রচেসিমা (থাইল্যান্ড), 9 ফেব্রুয়ারি : থাইল্যান্ডে জওয়ানের গুলি চালানোর ঘটনায় ২১ জনের মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন এক নিরাপত্তাকর্মী। জখম হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী। হামলাকারী জওয়ানের নাম জাকরাপন্থ থোম্মা। সে নাখন রচেসিমার কাছে একটি সেনা শিবিরে কাজ করত বলে থাইল্যান্ড সংবাদমাধ্যম সূত্রে খবর ৷
শনিবার বিকেল ৩টে নাগাদ শুরু হয় হামলা। ওই জওয়ান প্রথমে একটি বাড়িতে গুলি চালায় ৷ সেখান থেকে একটি সেনা শিবিরে যায় ৷ পরে নাখন রচেসিমার শপিং মল হামলা চালায় ৷ নিজের এই গতিবিধির কথা ফেসবুকে পোস্টও করতে থাকে সে। এদিকে খবর পেয়ে মলে অভিযান চালায় থাইল্যান্ড পুলিশ ৷ তখনই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ অভিযান চলাকালীন এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল৷ উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় মল থেকে অনেকগুলি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনায় কম করে 31 জন জখম হয়েছেন।