দিল্লি, 22 জুন : অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে । নাহলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে । ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করে চরম হুঁশিয়ারি দিল ফিনানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) । আর FATF-এর এই পদক্ষেপের পরই ইমরান প্রশাসনের উপর কূটনৈতিক চাপ বাড়াতে তৎপর হল সাউথ ব্লক । দিল্লির বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতের আশা সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান ভরসাযোগ্য, প্রমাণযোগ্য পদক্ষেপ করবে ।
সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের গড়িমসি মনোভাব নিয়ে একাধিকবার সরব হয়েছিল দিল্লি। গতকাল ভারতের দাবিকে কার্যত সিলমোহর দিয়েছে আন্তর্জাতিক সংগঠন FATF । তাদের নির্দেশ, আগামী পাঁচ মাসের মধ্যে সে দেশের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইসলামাবাদকে । তা না হলে কঠোর পদক্ষেপ ।