ঢাকা, 7 এপ্রিল : দেশে 12 টি সরকারি অনুমোদিত যৌনপল্লি কম করে 5 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ৷ মার্চের 20 তারিখে সেই কথাই ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার ৷ এই বারোটি স্থানের মধ্যেই রয়েছে বিশ্বের সর্ববৃহৎ যৌনপল্লি দৈলতদিয়া ৷ যেখানে রয়েছেন প্রায় 1,500 মহিলা যৌনকর্মী ৷ কাজকর্ম বন্ধ হওয়ার ফলে যৌনকর্মীরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানায় ৷ ইতিমধ্যেই বাংলাদেশ প্রশাসনের তরফে তাঁদের প্রত্যেককে 30 কেজি চাল, ভাড়ায় একটি ফ্রিজ ও 25 অ্যামেরিকান ডলার দেওয়ার কথা জানানো হয়েছে ৷
ঢাকার পশ্চিম গোলান্দায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ এই যৌনপল্লি, দৈলতদিয়া ৷ সেখান কার এক সরকারি আধিকারিক রুবায়েত হায়াত জানান, ইতিমধ্যেই জরুরি খাদ্য সামগ্রী বিতরণ গত সপ্তাহ থেকেই শুরু হয়েগিয়েছে ৷ তবে এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি ৷ সেই সঙ্গে শাটডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে 14 এপ্রিল পর্যন্ত৷
তিনি জানান, " আমরা তাঁদের (যৌনকর্মী) একবার খাদ্য সামগ্রী দিয়ে মুখ ফিরিয়ে নিতে পারি না ৷ আমাদের তাঁদের প্রত্যেককে প্রতিনিয়ত সহযোগিতা করতে হবে ৷ কারণ আমরা জানি না এই ভাইরাসের প্রকোপ কতদিন থাকবে ৷" তিনি আরও জানান, "আমরা ইতিমধ্যেই মন্ত্রককের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছি, তার পক্রিয়া চলছে ৷" একটি বিদেশি সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন তিনি ৷