পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাশ্মীর দ্বিপাক্ষিক ইশু, শান্তিপূর্ণভাবে সমাধান উচিত : চিন - শাহ মেহমুদ কুরেশি

জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিন । চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল করতে সংসদে প্রস্তাব পাশ করে । সেই থেকেই সীমান্তে উত্তেজনা বাড়ছে । গতকাল চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করতে বেজিং যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেই দ্বিপাক্ষিক আলোচনার সময় কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং ।

শাহ মেহমুদ কুরেশি ও ওয়াং ই

By

Published : Aug 10, 2019, 8:09 AM IST

বেজিং, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিন । চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল করতে সংসদে প্রস্তাব পাশ করে । সেই থেকেই সীমান্তে উত্তেজনা বাড়ছে । গতকাল চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দেখা করতে বেজিং যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেই দ্বিপাক্ষিক আলোচনার সময় কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং ।

জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরের সমস্যা দ্বিপাক্ষিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত বলে বেজিং পাকিস্তানকে জানিয়েছে । বেজিং জানিয়েছে, ভারত ও পাকিস্তান উভয়েই সমস্যা সমাধানে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া উচিত । তাছাড়া উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এমন কোনও পদক্ষেপও এড়ানো উচিত । এদিকে বৈঠকের পর কুরেশি জানান, কাশ্মীর ইশু নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার পাকিস্তানের যে সিদ্ধান্ত তাকে সমর্থন করেছে চিন ৷ পাশাপাশি জানিয়েছে, বেজিং এক্ষেত্রে ইসলামাবাদকে সহযোগিতা করবে ।

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলে হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবারই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ । অন্যদিকে চিনও লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে । চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে ভারতের এই পদক্ষেপ, দাবি করে বেজিং । যদিও দিল্লি সেই বক্তব্যকেও অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দেয় ।

ABOUT THE AUTHOR

...view details