পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

শীঘ্রই কোরোনা মোকবিলায় জিতবে ভারত, আশা বেজিংয়ের - কোরোনায় ভারতকে সাহায্য় চিনের

দেশের এই কঠিন পরিস্থিতিতে পরস্পরের সর্বদা যোগাযোগ রাখছে চিন । কোনওরকম সাহায্যের ক্ষেত্রেও যথাসাধ্য পদক্ষেপ করছে তারা । ইউহান শহরে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় মাস্ক, গ্লাভস সহ ১৫ টন চিকিৎসার সরঞ্জাম পাঠিয়েছিল ভারত । ভারতকেও সাহায্য করছে চিন । জানালেন ভারতের চিন দূতাবাসের মুখপাত্র জি রং ।

corona
কোরোনা

By

Published : Mar 26, 2020, 5:47 PM IST

দিল্লি, 26 মার্চ : চিনে কোরোনা মোকাবিলায় ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেজন্য ধন্যবাদ জানাল চিন । পাশাপাশি জানিয়ে দিল বর্তমান পরিস্থিতিতে ভারতে সাহায্য করতে তারা প্রস্তুত । আজ দিল্লিতে চিন দূতাবাসের মুখপাত্র জি রং বলেন, "ইতিমধ্যেই ভারতকে নানা তহবিলের মাধ্যমে অনুদান দেওয়া শুরু করেছে। ভারতের তরফে যে কোনও প্রয়োজনে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করতে প্রস্তুত ।"

চিনে এই মারণ ভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই 3,200 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় ৮১,০০০ জন । ভারতেও কোরোনা আক্রান্ত 600 ছাড়িয়েছে । মৃত্যু হয়েছে 13 জনের। জি রং জানান, দুই দেশের এই কঠিন পরিস্থিতিতে পরস্পরের মধ্যে সর্বদা যোগাযোগ রাখা হচ্ছে । কোনওরকম সাহায্যের ক্ষেত্রেও যথাসাধ্য পদক্ষেপ করা হচ্ছে । ইউহান শহরে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় মাস্ক, গ্লাভস সহ ১৫ টন চিকিৎসার সরঞ্জাম পাঠিয়েছিল ভারত । জি রং বলেন, "চিনের কঠিন পরিস্থতিতে চিকিৎসার নানা সরঞ্জাম সরবরাহ করেছে ভারত। নানাভাবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য চিনের পাশে দাঁড়িয়েছে ভারত । সেজন্য অনেক ধন্যবাদ । শুরু থেকে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসায় কীভাবে পদক্ষেপ করা হচ্ছে সেই অভিজ্ঞতা সময়ে সময়ে অন্য দেশগুলির সঙ্গে ভাগ করে নিয়েছে চিন ।"

জি রং আরও বলেন, "আমরা বিশ্বাস করি শীঘ্রই এই লড়াই জিতবে ভারত । চিনও ভারত ও অন্য দেশগুলির সঙ্গে এক হয়ে এই লড়াই লড়বে । G20, BRICS-এর মতো বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা করবে । চিন তার সমস্ত শক্তি ও জ্ঞান প্রয়োগ করে সমগ্র মানবজাতির সুস্থ ও ভালো থাকার স্বার্থে কাজ করবে ।"

ABOUT THE AUTHOR

...view details