পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অ্যাপল না আপেল? সোশাল মিডিয়ায় ট্রোলড সুন্দরী পাক সঞ্চালিকা - Anchor

অ্যাপল না আপেল? গুলিয়ে ফেলে সোশাল মিডিয়ায় হাসির খোরাক পাকিস্তান টিভি সঞ্চালিকা

পাক সঞ্চালিকা

By

Published : Jul 8, 2019, 2:20 PM IST

Updated : Jul 8, 2019, 2:46 PM IST

ইসলামাবাদ, 8 জুলাই : অ্যাপল না আপেল? আদৌ কোনটা কী, গুলিয়ে ফেলতেই হল মুশকিল।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঞ্চালিকা লাইভ শো চলাকালীন অ্যাপল কম্পানির সঙ্গে আপেল ফলকে গুলিয়ে ফেললেন । সেই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ট্রোলিংয়ের মুখে পড়েন সঞ্চালিকা ।

প্রতিভা রাই নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, "মন্তব্য করার আগে শুনুন ।" অপর এক জন টুইট করেছেন " আপেল বুদ্ধি নষ্ট করে দেয় ।"

দেখুন ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে স্টুডিয়োতে একজন প্যানেলিস্টের সঙ্গে টিভি সঞ্চালিকার কথোপকথন চলছে । সেখানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্যানেলিস্ট বলেন, "অ্যাপল কম্পানির একার বাজেটই পাকিস্তানের বার্ষিক বাজেটের তুলনায় বেশি ।"


তখনই সঞ্চালিকা অ্যাপল কম্পানির সঙ্গে গুলিয়ে ফেলেন আপেলের । তাঁর উত্তরে তিনি বলেন, "হ্যাঁ, আমি শুনেছি একটা আপেলের দাম অনেকটাই বেশি ।"

সঙ্গে সঙ্গেই প্যানেলিস্ট তাঁকে বলেন, তিনি অ্যাপল কম্পানি নিয়ে বলেছেন, আপেল ফলের কথা নয় । সোশাল মিডিয়ায় অনেকেই পাক সঞ্চালিকাকে নিয়ে মজা করলেও কেউ কেউ এটাকে আবার সামান্য ভুল বলেছেন।

Last Updated : Jul 8, 2019, 2:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details