পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kabul : কাবুলের পরিস্থিতি স্বাভাবিক করতে তালিবানের কাছে আর্জি আফগান নেতাদের

গত 15 অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছে তালিবান ৷ তার পর থেকে ওই শহরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই পরিস্থিতি স্বাভাবিক করতে তালিবানের কাছে আর্জি জানিয়েছেন আফগান নেতারা ৷

afghan leaders urge to taliban for normalcy of kabul life
Kabul : কাবুলের পরিস্থিতি স্বাভাবিক করতে তালিবানের কাছে আর্জি আফগান নেতাদের

By

Published : Aug 21, 2021, 6:43 PM IST

Updated : Aug 21, 2021, 8:46 PM IST

কাবুল, 21 অগস্ট : তালিবানের (Taliban) কব্জায় আফগানিস্তান (Afghanistan) ৷ গত 15 অগস্ট ওই দেশের রাজধানী কাবুলও (Kabul) দখল করে নিয়েছে তালিবান ৷ তার পর সেখানে নিজেদের একজনকে অস্থায়ী গভর্নর (Acting Governor) হিসেবে নিয়োগও করে দিয়েছে ৷ শনিবার সেই অস্থায়ী গর্ভনরের সঙ্গে দেখা করলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই (Hamid Karzai) ৷

তালিবানের তরফে আব্দুল রহমান মনসৌর নামে একজনকে কাবুলের অস্থায়ী গর্ভনর হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ তাঁর সঙ্গে এদিন হামিদ কারজাই দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ কাবুলের জনজীবন স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Afghanistan : কাবুল থেকে আরও 85 জন ভারতীয়কে উদ্ধার বায়ুসেনার

তালিবান আফিগানিস্তান দখল করার আগে সেই দেশের প্রেসিডেন্ট ছিলেন আশরফ গনি ৷ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন ৷ তবে তাঁর সরকারে থাকা আবদুল্লা আবদুল্লা (Abullah Abdullah) এখনও ওই দেশেই আছেন ৷ তিনিও এদিন হামিদ কারজাইয়ের সঙ্গে কাবুলের অস্থায়ী গভর্নরের সঙ্গে দেখা করেন ৷

কারজাইয়ের দফতর থেকে জারি হওয়া বিবৃতিতে জানানো হয়েছে, তিনি কাবুলের অস্থায়ী গভর্নর আব্দুল রহমান মনসৌরকে বলেছেন, ‘‘নাগরিকদের সুরক্ষিত ও নিরাপদে রাখতে কাবুলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে ৷’’ ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, আব্দুল রহমান মনসৌর কাবুলের পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন :Afghanistan Crisis : অভিযোগ অস্বীকার তালিবানের, নিরাপদে রয়েছেন ভারতীয় নাগরিকরা

যদিও তা কবে সম্ভব হবে ? আদৌ সম্ভব হবে কি না, এই ধোঁয়াশা থেকেই যাচ্ছে ৷ কারণ, কাবুল-সহ গোটা দেশের বাসিন্দারা আতঙ্কিত ৷ অধিকাংশই দেশ ছাড়তে চান ৷ বিশেষজ্ঞরা বলছেন, তালিবানি শাসন ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, তার ধারণা আফগানিদের আছে ৷ তাই এবার আর তাঁরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না ৷

বিভিন্ন ভিডিয়ো বা বিভিন্ন মাধ্যম থেকে যা খবর সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে যে কাবুলের রাস্তায় বিমানবন্দরগামী গাড়ির ভিড় ৷ সবাই তালিবানের হাত থেকে বাঁচতে বিদেশে যেতে চাইছেন ৷ তাই তাঁরা বিমানবন্দরে যেতে চাইছেন ৷ কিন্তু বিমানবন্দরে যেতে বাধা দেওয়া হচ্ছে তালিবানের পক্ষ থেকে ৷ তার পরও পরিস্থিতি বদল হচ্ছে না ৷

আরও পড়ুন :Taliban : অপহরণ ! কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ভারতীয়দের তুলে নিয়ে গেল তালিবান : সূত্র

এদিকে, ভারতের তরফে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের (Indian Citizen) ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে ৷ শনিবার আরও 85 জনকে ফিরিয়ে এনেছে বায়ুসেনার (Indian Air Force) বিমান ৷ তার মধ্যেই বেশ কিছু ভারতীয়কে তালিবান-বাহিনী অপহরণ করেছে বলে খবর রটে যায় ৷

যদিও পরে সরকারের একটি সূত্র থেকে জানা যায় যে প্রত্যেকেই সুরক্ষিত ৷ সকলেই বিমানবন্দরে রয়েছেন ৷ তাঁদের খাবার দেওয়া হয়েছে ৷ তাঁদের কাবুল থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন :Taliban defeat : আফগানিস্তানের তিনটি জেলায় হার, পিছু হঠছে তালিবানরা ?

Last Updated : Aug 21, 2021, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details