কাবুল, 21 অগস্ট : তালিবানের (Taliban) কব্জায় আফগানিস্তান (Afghanistan) ৷ গত 15 অগস্ট ওই দেশের রাজধানী কাবুলও (Kabul) দখল করে নিয়েছে তালিবান ৷ তার পর সেখানে নিজেদের একজনকে অস্থায়ী গভর্নর (Acting Governor) হিসেবে নিয়োগও করে দিয়েছে ৷ শনিবার সেই অস্থায়ী গর্ভনরের সঙ্গে দেখা করলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই (Hamid Karzai) ৷
তালিবানের তরফে আব্দুল রহমান মনসৌর নামে একজনকে কাবুলের অস্থায়ী গর্ভনর হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ তাঁর সঙ্গে এদিন হামিদ কারজাই দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ কাবুলের জনজীবন স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Afghanistan : কাবুল থেকে আরও 85 জন ভারতীয়কে উদ্ধার বায়ুসেনার
তালিবান আফিগানিস্তান দখল করার আগে সেই দেশের প্রেসিডেন্ট ছিলেন আশরফ গনি ৷ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন ৷ তবে তাঁর সরকারে থাকা আবদুল্লা আবদুল্লা (Abullah Abdullah) এখনও ওই দেশেই আছেন ৷ তিনিও এদিন হামিদ কারজাইয়ের সঙ্গে কাবুলের অস্থায়ী গভর্নরের সঙ্গে দেখা করেন ৷
কারজাইয়ের দফতর থেকে জারি হওয়া বিবৃতিতে জানানো হয়েছে, তিনি কাবুলের অস্থায়ী গভর্নর আব্দুল রহমান মনসৌরকে বলেছেন, ‘‘নাগরিকদের সুরক্ষিত ও নিরাপদে রাখতে কাবুলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে ৷’’ ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, আব্দুল রহমান মনসৌর কাবুলের পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন ৷
আরও পড়ুন :Afghanistan Crisis : অভিযোগ অস্বীকার তালিবানের, নিরাপদে রয়েছেন ভারতীয় নাগরিকরা