পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আইপ্যাড থেকে কোয়ান্টাম কম্পিউটার : একনজরে তথ্যপ্রযুক্তির একদশক - LOOK BACK AT 2010-2019

এক দশকের প্রযুক্তির উল্লেখযোগ্য কিছু ঘটনা ।

tech
tech

By

Published : Dec 31, 2019, 7:32 PM IST

Updated : Jan 1, 2020, 10:15 PM IST

মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির জগতে গত দশকটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ । এই দশকেই বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে যায় পার্সোনাল কম্পিউটারকে । ক্রেতারা হাতে পান আইপ্যাড নামে এক নতুন ডিভাইস । কোয়ান্টাম কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহারও শুরু হয় এই দশকে । দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তির জগতে গত এক দশকের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত ।

জানুয়ারি, 2010

  • 1 টেরাবাইটের (1 টেরাবাইট = 1000 গিগাবাইট) প্রথম SD কার্ড তৈরি হল । লঞ্চ করল লেক্সার কম্পানি ।
    sd কার্ড

ফেব্রুয়ারি, 2010

  • অ্যাপলের আইফোনের অনুকরণে তৈরি হল প্রথম ফুল টাচ ইন্টারফেসের অ্যান্ড্রয়েড ফোন ।

এপ্রিল, 2010

  • অ্যাপল লঞ্চ করল বিশ্বের প্রথম ট্যাবলেট কম্পিউটার iPad । এটি ল্যাপটপ ও স্মার্টফোনের বৈশিষ্ট্য নিয়ে তৈরি হাইব্রিড ডিভাইস । কথা বলার পাশাপাশি ফোন ও ল্যাপটপের সাহায্যে আপনি যে সমস্ত কাজ করেন, তা সবই iPad-এর মাধ্যমে করা সম্ভব ।
    অ্যাপেল লঞ্চ করল আইপ্যাড

অক্টোবর, 2010

  • মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করল উইনডোজ় স্মার্টফোন । পরবর্তীতে নোকিয়া কম্পানি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করে উইনডোজ় ফোন বাণিজ্যিকভাবে তৈরি শুরু করে । প্রযুক্তিগত গুণমানে উন্নত হলেও কম্পানির অদূরদর্শিতার জন্য জনপ্রিয় হয়নি ফোনটি ।

জানুয়ারি, 2010

  • বিশ্বে এই প্রথম বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে গেল পার্সোনাল কম্পিউটারকে । বছরের প্রথম তিন মাসে 9.3 কোটি কম্পিউটার ও 10 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছিল বিশ্বে ।
    বাড়ল স্মার্টফোনের বিক্রি

এপ্রিল, 2010

  • বছরের প্রথম তিন মাসে অ্যাপল 1.86 লাখ স্মার্টফোন বিক্রি করে ইতিহাস গড়ল । ব্যবসায় মুনাফার নিরিখে মাইক্রোসফটকে সরিয়ে টেক কম্পানির তালিকায় দখল করে নিল এক নম্বর স্থানটি ।

মে, 2011

  • ডি-ওয়েভ সিস্টেম কম্পানি বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে লঞ্চ করল কোয়ান্টাম কম্পিউটার, যার নাম ডি-ওয়েভ ওয়ান ।
    কোয়ান্টাম কম্পিউটার

অক্টোবর, 2011

  • 2011সালের 5 অক্টোবরে মাত্র 56 বছর বয়সে প্রয়াত হন অ্যাপল কম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা ও CEO স্টিভ জোবস । কলেজ-ছুট জোবসের হাত ধরেই 1976 সালে পার্সোনাল কম্পিউটারের সঙ্গে বিশ্বের পরিচয় । তা ছাড়া iPod, iPad ও স্মার্টফোন তাঁরই মস্তিষ্ক প্রসূত । জোবস বিশ্বাস করতেন প্রতিষ্ঠান নয়, ব্যক্তি বড় । সেটা প্রমাণও করেছিলেন । নিজের তৈরি কম্পানি অ্যাপল তাঁকে তাড়িয়ে দেয় । তারপরই দেউলিয়া হতে বসে অ্যাপল । ফের জোবসকে ডেকে নেয় তারা । আর তাঁর হাত ধরেই ডুবন্ত অ্যাপল ফের বিশ্বের বৃহত্তম টেক কম্পানিতে পরিণত হয় ।
    স্টিভ জোবস

ফ্রেব্রুয়ারি, 2012

  • উন্নয়নশীল ও দরিদ্র দেশের স্কুলের ছাত্র-ছাত্রীদের সফটওয়্যার প্রোগ্রামিং শেখানোর জন্য ATM কার্ডের মাপের সস্তার কম্পিউটার নিয়ে এল ইংল্যান্ডের কম্পানি ব়্যাস্পবেরি পাই ফাউন্ডেশন । তাদের তৈরি এই কম্পিউটারের নাম Raspberry Pi , যা অচিরেই পড়ুয়াদের পাশাপাশি সমস্ত মহলেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ।

মে, 2013

  • অ্যামেরিকার NSA (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) হ্যাকিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতে ও কম্পিউটার থেকে তথ্য চুরি করে । সেই সংস্থার কর্মী এডওয়ার্ড যোসেফ স্নোডেন গোটা বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ায় হইচই পড়ে যায় অ্যামেরিকা সহ অন্যান্য দেশে । স্নোডেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অ্যামেরিকা । বর্তমানে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন ।
    এডওয়ার্ড যোসেফ স্নোডেন

ফেব্রুয়ারি, 2014

  • 1600 বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কম্পানিকে কিনে নিল ফেসবুক । অর্থের অংকে এখনও পর্যন্ত টেকনোলজির দুনিয়ায় এটাই সবচেয়ে বড় অধিগ্রহণ ।

সেপ্টেম্বর, 2014

  • ২০০৪ সালের 24 জানুয়ারি গুগল লঞ্চ করেছিল সোশাল নেটওয়ার্কিং সাইট অরকুট । কিন্তু ভারত ও ব্রাজ়িল-সহ বিশ্বের বিভিন্ন দেশে একদা তুমুল জনপ্রিয় অর্কুট পরবর্তীতে ফেসবুকের দাপটে কোণঠাসা হয়ে পড়ে । শেষ পর্যন্ত 2014 সালের 30 সেপ্টেম্বর গুগল সাইটটি বন্ধ করে দেয় ।
    অরকুট

জুলাই 2015

  • মাইক্রোসফট লঞ্চ করল পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম উইনডোজ় টেন । কম্পানি জানাল, উউনডোজ টেনের পরবর্তী কোনও ভার্সন আর তারা লঞ্চ করবে না । অর্থাৎ পার্সোনাল কম্পিউটারের জগতে এটাই তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম ।

সেপ্টেম্বর, 2016

  • 5 সেপ্টেম্বর জিও লঞ্চ করল ৪G পরিষেবা । অত্যন্ত সস্তার এই হাইস্পিড নেটওয়ার্ক দেশের টেলি যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিপ্লব আনে । প্রতিযোগিতার বাজারে অন্য নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কম্পানিগুলিও গ্রাহক-মূল্য কমাতে বাধ্য হয় ।
    জিও ডিজ়িটাল

মে, 2017

  • ওয়ান্নাক্রাই ব়্যানসামওয়্যার হামলার শিকার হল বিশ্বের 150টি দেশের প্রায় 2 লাখ উইনডোজ় কম্পিউটার । ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি টাকার । অভিযোগ, উত্তর কোরিয়া থেকে এই হামলা চালানো হয়েছিল ।

মার্চ, 2018

  • প্রায় 8 কোটি 7 লাখ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থার হাতে তুলে দিয়েছিল ফেসবুক । ওই তথ্য অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ভোটারদের প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়েছিল ।
    ফেসবুক

সেপ্টেম্বর, 2018

  • 27 সেপ্টেম্বর উত্তরাখণ্ড হাইকোর্ট 827টি পর্ন ওয়েবসাইট ব্লক করার নির্দেশ জারি করে । আদালতের নির্দেশ মেনে ভারত সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাইটগুলি বন্ধ করে দেয় । বিতর্কিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশ ।
Last Updated : Jan 1, 2020, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details