মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির জগতে গত দশকটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ । এই দশকেই বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে যায় পার্সোনাল কম্পিউটারকে । ক্রেতারা হাতে পান আইপ্যাড নামে এক নতুন ডিভাইস । কোয়ান্টাম কম্পিউটারের বাণিজ্যিক ব্যবহারও শুরু হয় এই দশকে । দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তির জগতে গত এক দশকের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত ।
জানুয়ারি, 2010
- 1 টেরাবাইটের (1 টেরাবাইট = 1000 গিগাবাইট) প্রথম SD কার্ড তৈরি হল । লঞ্চ করল লেক্সার কম্পানি ।
ফেব্রুয়ারি, 2010
- অ্যাপলের আইফোনের অনুকরণে তৈরি হল প্রথম ফুল টাচ ইন্টারফেসের অ্যান্ড্রয়েড ফোন ।
এপ্রিল, 2010
- অ্যাপল লঞ্চ করল বিশ্বের প্রথম ট্যাবলেট কম্পিউটার iPad । এটি ল্যাপটপ ও স্মার্টফোনের বৈশিষ্ট্য নিয়ে তৈরি হাইব্রিড ডিভাইস । কথা বলার পাশাপাশি ফোন ও ল্যাপটপের সাহায্যে আপনি যে সমস্ত কাজ করেন, তা সবই iPad-এর মাধ্যমে করা সম্ভব ।
অক্টোবর, 2010
- মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করল উইনডোজ় স্মার্টফোন । পরবর্তীতে নোকিয়া কম্পানি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করে উইনডোজ় ফোন বাণিজ্যিকভাবে তৈরি শুরু করে । প্রযুক্তিগত গুণমানে উন্নত হলেও কম্পানির অদূরদর্শিতার জন্য জনপ্রিয় হয়নি ফোনটি ।
জানুয়ারি, 2010
- বিশ্বে এই প্রথম বিক্রির নিরিখে স্মার্টফোন ছাপিয়ে গেল পার্সোনাল কম্পিউটারকে । বছরের প্রথম তিন মাসে 9.3 কোটি কম্পিউটার ও 10 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছিল বিশ্বে ।
এপ্রিল, 2010
- বছরের প্রথম তিন মাসে অ্যাপল 1.86 লাখ স্মার্টফোন বিক্রি করে ইতিহাস গড়ল । ব্যবসায় মুনাফার নিরিখে মাইক্রোসফটকে সরিয়ে টেক কম্পানির তালিকায় দখল করে নিল এক নম্বর স্থানটি ।
মে, 2011
- ডি-ওয়েভ সিস্টেম কম্পানি বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে লঞ্চ করল কোয়ান্টাম কম্পিউটার, যার নাম ডি-ওয়েভ ওয়ান ।
অক্টোবর, 2011
- 2011সালের 5 অক্টোবরে মাত্র 56 বছর বয়সে প্রয়াত হন অ্যাপল কম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা ও CEO স্টিভ জোবস । কলেজ-ছুট জোবসের হাত ধরেই 1976 সালে পার্সোনাল কম্পিউটারের সঙ্গে বিশ্বের পরিচয় । তা ছাড়া iPod, iPad ও স্মার্টফোন তাঁরই মস্তিষ্ক প্রসূত । জোবস বিশ্বাস করতেন প্রতিষ্ঠান নয়, ব্যক্তি বড় । সেটা প্রমাণও করেছিলেন । নিজের তৈরি কম্পানি অ্যাপল তাঁকে তাড়িয়ে দেয় । তারপরই দেউলিয়া হতে বসে অ্যাপল । ফের জোবসকে ডেকে নেয় তারা । আর তাঁর হাত ধরেই ডুবন্ত অ্যাপল ফের বিশ্বের বৃহত্তম টেক কম্পানিতে পরিণত হয় ।