পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ব্লগার অভিজিৎ রায়ের হত্যা মামলায় 5 জনের ফাঁসির সাজা বাংলাদেশে

2015 সালের 26 ফেব্রুয়ারি প্রকাশ্যে খুন করা হয়েছিল অভিজিৎ রায়কে ৷ আক্রান্ত হন অভিজিৎ-এর স্ত্রী রফিদা আহমেদও ৷

5-accused-in-murder-case-of-blogger-abhijit-roy-sentenced-to-death-in-bangladesh-court
5-accused-in-murder-case-of-blogger-abhijit-roy-sentenced-to-death-in-bangladesh-court

By

Published : Feb 16, 2021, 3:36 PM IST

Updated : Feb 16, 2021, 4:30 PM IST

ঢাকা, 16 জানুয়ারি : ব্লগার অভিজিৎ রায়ের হত্যা মামলায় 5 অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের বিশেষ আদালত ৷ আরও এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হল ৷

2015 সালের 26 ফেব্রুয়ারি প্রকাশ্যে খুন করা হয়েছিল অভিজিৎ রায়কে ৷ একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল অভিজিৎকে ৷ একই ঘটনায় আক্রান্ত হন অভিজিৎ-এর স্ত্রী রফিদা আহমেদও ৷

এদিন সরকারি আইনজীবী গোলাম সারোয়ার খান বলেন, "যে অভিযোগ ছিল তা প্রমাণিত হয়েছে ৷ আদালত সর্বোচ্চ সাজা দিয়েছে ৷" গোলাম সারোয়ার খান আরও জানান, "অভিযুক্ত 6 জনই ছিল আলকায়দা প্রভাবিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা-র সদস্য ৷"

আরও খবর : বাংলাদেশে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 12 জনের মৃত্যু

বাংলাদেশের এক বহিষ্কৃত সেনা আধিকারিক সৈয়দ জিয়াউল হক জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা-র মাথা ৷ এই সৈয়দ-ই ছিল অভিজিৎ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ৷

মঙ্গলবার রাজধানী ঢাকার সন্ত্রাসবিরোধী আদালতে ব্লগার অভিজিৎ রায়ের হত্যা মামলার শুনানি হয় ৷ এদিন কড়া নিরাপত্তায় মোড়া ছিল আদালত চত্বর ৷

Last Updated : Feb 16, 2021, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details