বাগদাদ, 25 এপ্রিল : ইরাকের করোনার চিকিৎসার জন্য নির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুনে 23 জনের মৃত্যু হয়েছে ৷ ইরাক এমন এক দেশ যেখানে স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা খুবই খারাপ ৷ এই অবস্থায় তারা ক্রমাগত লড়ে চলেছে করোনার সঙ্গে ৷
সূত্রের খবর, অক্সিজেন সিলিন্ডারের স্টোরেজে কোনও ত্রুটি থাকার ফলে ঘটে বিস্ফোররণ ৷ আর তাতেই আগুন লেগে যায় ঘটনাস্থলে ৷
আইবিএন আল-খাতিব হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে 30 জন রোগীর সঙ্গে তাদের পরিবারের বেশ কিছু জনও সেখানে ছিলেন ৷ মধ্যরাতে হঠাৎই আগুন লেগে যায় সেখানে ৷ এরপর সেই আগুন হাসপাতালে দ্রুত ছড়িয়ে পড়ে ৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দমকলের কর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন ৷ আর অন্যদিকে এই হাসপাতালের মধ্যে আটকে থাকা রোগী ও তাঁদের আত্মীয়রা সেখান থেকে বেরনোর জন্য মরিয়া হয়ে উঠেছেন ৷