পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইরাকে কোভিড স্পেশাল হাসপাতালে আগুন, মৃত 23

অক্সিজেন সিলিন্ডারের স্টোরেজে কোনও ত্রুটি থাকার ফলে ঘটে বিস্ফোরণ ৷ তার জেরেই আগুন লাগে হাসপাতালে ৷

অগ্নিকাণ্ডে মৃত 23
অগ্নিকাণ্ডে মৃত 23

By

Published : Apr 25, 2021, 7:35 AM IST

বাগদাদ, 25 এপ্রিল : ইরাকের করোনার চিকিৎসার জন্য নির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুনে 23 জনের মৃত্যু হয়েছে ৷ ইরাক এমন এক দেশ যেখানে স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা খুবই খারাপ ৷ এই অবস্থায় তারা ক্রমাগত লড়ে চলেছে করোনার সঙ্গে ৷

সূত্রের খবর, অক্সিজেন সিলিন্ডারের স্টোরেজে কোনও ত্রুটি থাকার ফলে ঘটে বিস্ফোররণ ৷ আর তাতেই আগুন লেগে যায় ঘটনাস্থলে ৷

আইবিএন আল-খাতিব হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে 30 জন রোগীর সঙ্গে তাদের পরিবারের বেশ কিছু জনও সেখানে ছিলেন ৷ মধ্যরাতে হঠাৎই আগুন লেগে যায় সেখানে ৷ এরপর সেই আগুন হাসপাতালে দ্রুত ছড়িয়ে পড়ে ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দমকলের কর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন ৷ আর অন্যদিকে এই হাসপাতালের মধ্যে আটকে থাকা রোগী ও তাঁদের আত্মীয়রা সেখান থেকে বেরনোর জন্য মরিয়া হয়ে উঠেছেন ৷

ইরাকের সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়েছে 120 জনের মধ্যে তারা 90 জনকে সেখান থেকে বের করতে সক্ষম হয়েছে ৷

দীর্ঘদিন ধরে চলে আসা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দুর্বল বিনিয়োগের কারণে ইরাকের হাসপাতালগুলি রীতিমতো ধুঁকছে ৷ নেই পর্যাপ্ত পরিমাণে ওষুধের জোগান ৷ ঘাটতি রয়েছে শয্যাসংখ্যাতেও ৷

বুধবার ইরাকের করোনা আক্রান্তের সংখ্যা ছিল 10 লক্ষ ৷ এই সংখ্যা আবরীয় দেশগুলির মধ্যে সর্বোচ্চ ৷

আরও পড়ুন :জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details