কাঠমাণ্ডু, 6 এপ্রিল : নেপালে দু’টি প্রকল্পের উদ্বোধন করল ভারত ৷ যা তৈরি করতে নেপালি মুদ্রায় 8 কোটি 92 লাখ টাকা দিয়েছে নয়াদিল্লি ৷ সেই টাকায় নেপালগঞ্জে একটি চক্ষু হাসপাতালের পরিকাঠামো নতুন করে ঢেলে সাজানো হয়েছে ৷ 4 এপ্রিল সেই প্রকল্পের উদ্বোধন করা হয় ৷ পরদিন, গত 5 এপ্রিল লহমি বাজারে একটি বহুতল হিমঘরের উদ্বোধন করেন স্থানীয় পুরপ্রধান-সহ পুরপ্রতিনিধিরা ৷
প্রশাসন সূত্রে খবর, নেপাল-ভারত উন্নয়ন নিগমের আওতায় এই প্রকল্প দু’টির রূপায়ণ করা হয়েছে ৷ নেপালগঞ্জের হাসপাতালটিতে একটি জেনারেল ওয়ার্ড ছাড়াও রয়েছে প্রাইভেট ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও প্রশিক্ষণ কেন্দ্র ৷ চিকিৎসকদের থাকার ব্যবস্থাও রয়েছে হাসপাতাল চত্বরে ৷ রয়েছে উন্নতমানের নিকাশি ও রাস্তা ৷