পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতের টাকায় তৈরি দু’টি প্রকল্পের উদ্বোধন নেপালে - নেপাল

দু’টি প্রকল্পের রূপায়ণে নেপালকে (নেপালি মুদ্রায়) 8 কোটি 92 লাখ টাকা দিয়েছে ভারত ৷ গত 4 এবং 5 এপ্রিল প্রকল্প দু’টির উদ্বোধন করা হয় ৷ এগুলি হল নেপালগঞ্জের একটি চক্ষু হাসপাতাল এবং লহমি বাজারের একটি বহুতল হিমঘর ৷

2 projects in Nepal inagurated with Indian funding
ভারতের টাকায় তৈরি দু’টি প্রকল্পের উদ্বোধন নেপালে

By

Published : Apr 6, 2021, 1:43 PM IST

কাঠমাণ্ডু, 6 এপ্রিল : নেপালে দু’টি প্রকল্পের উদ্বোধন করল ভারত ৷ যা তৈরি করতে নেপালি মুদ্রায় 8 কোটি 92 লাখ টাকা দিয়েছে নয়াদিল্লি ৷ সেই টাকায় নেপালগঞ্জে একটি চক্ষু হাসপাতালের পরিকাঠামো নতুন করে ঢেলে সাজানো হয়েছে ৷ 4 এপ্রিল সেই প্রকল্পের উদ্বোধন করা হয় ৷ পরদিন, গত 5 এপ্রিল লহমি বাজারে একটি বহুতল হিমঘরের উদ্বোধন করেন স্থানীয় পুরপ্রধান-সহ পুরপ্রতিনিধিরা ৷

প্রশাসন সূত্রে খবর, নেপাল-ভারত উন্নয়ন নিগমের আওতায় এই প্রকল্প দু’টির রূপায়ণ করা হয়েছে ৷ নেপালগঞ্জের হাসপাতালটিতে একটি জেনারেল ওয়ার্ড ছাড়াও রয়েছে প্রাইভেট ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও প্রশিক্ষণ কেন্দ্র ৷ চিকিৎসকদের থাকার ব্যবস্থাও রয়েছে হাসপাতাল চত্বরে ৷ রয়েছে উন্নতমানের নিকাশি ও রাস্তা ৷

আরও পড়ুন :কোভিড মুক্তির টিকা পেতে ভারত এবং চিনের দিকে তাকিয়ে রয়েছে নেপাল

এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে রয়েছে নেপাল নেত্র জ্যোতি সঙ্ঘ ৷ দেশজুড়ে চক্ষুপরীক্ষা শিবির ও অস্ত্রোপচার শিবির চালানোর জন্য তাদের হাতে ভারতীয় মুদ্রায় আরও 20 কোটি 99 লাখ টাকা তুলে দিয়েছে নয়াদিল্লি ৷

অন্যদিকে, নতুন হিমঘরটির ধারণ ক্ষমতা 32 হাজার মেট্রিক টন ৷ এখানে ফল, সবজি-সহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য মজুত করে রাখার ব্যবস্থা রয়েছে ৷ যা নেপালের কৃষকদের উপকৃত করবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের ৷ পাশাপাশি, এর ফলে ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কও আরও মজবুত হবে বলে আশাবাদী নয়াদিল্লি ও কাঠমান্ডু ৷

ABOUT THE AUTHOR

...view details