পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পাকিস্তানে চলন্ত বাস থামিয়ে 14 জনকে গুলি করে হত্যা - gunmen

বালোচিস্তান প্রদেশের মাকরান কোস্টাল হাইওয়েতে চলন্ত বাস থামিয়ে 14 জন যাত্রীকে গুলি করে হত্যা করল আততায়ীরা।

আততায়ী

By

Published : Apr 18, 2019, 12:24 PM IST

করাচি, 18 এপ্রিল : পাকিস্তানে চলন্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে গুলি করে হত্যা করল প্যারামিলিটারির পোশাক পরে থাকা আততায়ী। আজ সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের মাকরান কোস্টাল হাইওয়েতে। ঘটনাস্থানেই মৃত্যু হয় 14 জন যাত্রীর। দু'জন যাত্রী কোনওরকমে সেখান থেকে পালিয়ে যান। বাসটি ওমারা থেকে করাচি যাচ্ছিল।

জানা গেছে, মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটির পথ আটকায় সশস্ত্র 15 থেকে 20 জন জঙ্গি। আততায়ীরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। মৃতদেহগুলি স্থানীয় ওমারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

2015 সালে বালোচিস্তানের মাস্তুঙে এরকমই একটি ঘটনা ঘটেছিল। সশস্ত্র জঙ্গিরা 24 জন যাত্রীকে অপহরণ করে। তাদের 19 জনকেই হত্যা করেছিল তারা।

ABOUT THE AUTHOR

...view details