ওয়াশিংটন, 25 মে : মানুষের শরীরে কীভাবে ছড়াচ্ছে COVID-19 ? সেই বিষয়ে বিশ্বে একটি গবেষণা চলছে । এবার DNA নিয়ে এই গবেষণার অংশ হতে চলেছে ওয়াশিংটন বিশ্ববিদ্য়ালয় । সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ম্যাকডোনেল জেনোম ইনস্টিটিউট এবং বিশ্বজুড়ে 30 টিরও বেশি জেনোম সিকোয়েন্সিং হাব এই গবেষণায় অংশ নিচ্ছে । গবেষণায় দেখা হচ্ছে, কী ধরনের জিন বা জিনগত সমস্যা কোরোনা ভাইরাসে আক্রান্তকে আরও বেশি অসুস্থ করে তুলছে ।
COVID হিউম্যান জেনেটিক নামের এই আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট (NIH)- এর ন্যাশলান অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িজ় ও রকফেলার বিশ্ববিদ্যালয় । এবিষয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তথা রিউমেটোলজিস্ট মেগান এ কুপার বলেন, "আমাদের গবেষণার প্রথম লক্ষ্য SARS-COV-2 সংক্রমিত 50 বছরের নিচে কয়েকজন (যাঁরা কমবেশি সুস্থ রয়েছেন), কোরোনায় অসুস্থ কয়েকজন ও কোরোনা আক্রান্ত গুরুতর অসুস্থ (যাঁদের ICU-তে রাখা হয়েছে) কয়েকজনের স্যাম্পেল নিয়ে গবেষণা করা ।"