নিউ ইয়র্ক, 3 সেপ্টেম্বর : রাস্তা দিয়ে ছুটে যাচ্ছেন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি । গায়ে কোনও পোশাক নেই । পিছনে ধাওয়া করছে পুলিশ । এরপর তাঁকে ধরে মুখ ঢেকে দেওয়া হয় কাপড়ে । জোর করে মাটিতে চেপে ধরা হয় মুখ । অন্তত দুই মিনিট । অটোপ্সি রিপোর্ট জানিয়েছিল, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে । গতকাল ড্যানিয়েল প্রুড নামের ওই ব্যক্তির পরিবারের তরফে সেই ভিডিয়ো প্রকাশ করা হয় । আরও একবার প্রকাশ্যে আসে কৃষ্ণাঙ্গের উপর পুলিশি বর্বরতা ।
যদিও ড্যানিয়েলের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না । তবে কেন এইভাবে নিরস্ত্র ব্যক্তিকে হেপাজতে নিয়ে অত্যাচার করল পুলিশ । কারণ রাস্তা দিয়ে বিবস্ত্র অবস্থায় ছুটে যাচ্ছিলেন ড্যানিয়েল । আর তাই তাঁকে শাস্তি দিতে চেয়েছিল পুলিশ । ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এমনই । মার্চের ঘটনা, ভিডিয়ো প্রকাশ্যে আসায় যা সম্পূর্ণ পরিষ্কার ।
রোচেস্টারে এই ঘটনার সাতদিন পর লাইফ সাপোর্ট থেকে সরানো হয় ড্যানিয়েলকে । 30 মার্চ মৃত্যু হয় তাঁর । কিন্তু তাঁর মৃত্যুর খবর সেইভাবে প্রকাশ্যে আসেনি । কেটে গিয়েছে পাঁচ মাস । গতকাল তাঁর পরিবারের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় । পুলিশের শরীরে লাগানো ক্যামেরার এই ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয় ।
ড্যানিয়েলের ভাই জো প্রুড বলেন, "ওই মানুষটি পালটা আক্রমণ করতে পারতেন না । রাস্তায় পিছ মোড়া করে থাকে ফেলে রাখা হয়েছিল । বিবস্ত্র ছিলেন । ইতিমধ্যেই তাঁর হাত বাঁধা ছিল । আরও কত ভাইয়ের মৃত্যুর পর এই সমাজ বুঝবে এইরকম হত্যা বন্ধ হওয়া উচিত ? "
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ড্যানিয়েল প্রুড বিবস্ত্র । পুলিশ তাঁর হাত পিছমোড়া করে বেঁধেছে । সেই একইভাবে যে ভাবে জর্জ ফ্লয়েডকে বাঁধা হয়েছিল । মাটিতে উলটে ফেলে রাখা হয়েছে ড্যানিয়েলকে । ড্যানিয়েল চিৎকার করছেন । এরপরই তাঁর মাথা কাপড় দিয়ে মুড়ে ফেলে পুলিশকর্মীরা । সাধারণত কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে এইধরনের আবরণ ব্যবহার করা হচ্ছিল । যাতে আক্রান্ত ব্যক্তির লালারস থেকে সংক্রমণ না ছড়ায় । একজন পুলিশকর্মী দুই হাত দিয়ে ড্যানিয়েলের মাথা রাস্তায় চেপে ধরে । বলে, "থুতু ছেটানো বন্ধ করো ।" আরও একজন পুলিশকর্মী তাঁর পিঠে হাঁটু দিয়ে চেপে ধরে । যন্ত্রণায় কাতড়ে ওঠেন ড্যানিয়েল । চিৎকার করেন । এরপরেই ড্যানিয়েলের মুখ থেকে জল বের হচ্ছে লক্ষ্য করে সতর্ক হয় পুলিশ ।