ওয়াশিংটন , 2 জুলাই : বিশ্বে লাফিয়ে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ এবার অ্যামেরিকায় রেকর্ড কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ সেখানে দিনে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 হাজারের গণ্ডি ৷ যা একদিনে সর্বোচ্চ সংখ্যক কোরোনা সংক্রমণ ৷ গতকাল প্রথমবারের জন্য অ্যামেরিকায় এতটা বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ এবিষয়ে গুরুতর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷
গত সপ্তাহেই বিশ্বব্যাপী কোরোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে , তথ্য দিয়েছিল WHO ৷ WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস জানিয়েছিলেন, বিশ্ব ব্যাপী প্রতিদিন কোরোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ 60 হাজার ছাড়িয়েছে ৷ গতকালের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি ট্যালি অনুযায়ী, গত 24 ঘণ্টায় অ্যামেরিকায় নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 52 হাজারের বেশি ৷ অ্যামেরিকার বেশিরভাগ প্রদেশগুলিতে আসা পর্যটকদের 14 দিনের কোয়ারানটিন বাধ্যতামূলক করা হয়েছে ৷