ওয়াশিংটন, 25 মার্চ: কোরোনা ভাইরাসের প্রকোপ বাড়তে চলেছে অ্যামেরিকায় ৷ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে পারে বিশ্বের সর্বশক্তিমান দেশ, আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৷
গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে কোরোনায় নতুন করে সংক্রমণের 85 শতাংশ ঘটনাই ইউরোপ ও অ্যামেরিকায় ঘটেছে ৷ এর মধ্যে 40 শতাংশ আক্রান্তই অ্যামেরিকার বাসিন্দা ৷ জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘‘অ্যামেরিকায় সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়ছে ৷তাই কোরোনার প্রকোপ বাড়ার আশঙ্কাও বাড়ছে ৷’’
194টি দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে সাড়ে তিন লাখ ছাড়িয়েছে ৷ মৃত্যু হয়েছে 18 হাজারেরও বেশি মানুষের ৷ ইট্যালিতে আক্রান্ত ও মৃত সংখ্যাই বাড়ছে তরতরিয়ে ৷ এখনও অবধি ইট্যালিতে আক্রান্তের সংখ্যা 69,176, মৃত 6820 জন ৷ অ্যামেরিকাতে আক্রান্তের সংখ্যা প্রায় 55 হাজার, মারা গিয়েছেন 786জন ৷ এরপরই তালিকায় রয়েছে স্পেনের নাম, আক্রান্তের সংখ্যা পৌছেছে 42 হাজারে, মৃত 2,991 জন ৷