পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লকডাউনের পরও কর্মীদের বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি টুইটারের

বিগত কয়েকদিন ওয়ার্ক ফ্রম হোম-এর মাধ্যমে কাজ করে দেখা গেছে, কাজে কোনও সমস্যা হচ্ছে না । ফলে আগামীদিনে যে কোনও সময়ই বাড়ি থেকে কাজের অনুমতি দেওয়া যেতে পারে । জানাল টুইটার ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : May 13, 2020, 1:25 PM IST

Updated : May 13, 2020, 1:50 PM IST

নিউ ইয়র্ক, 13 মে : কোরোনা পরিস্থিতি শিথিল হয়ে লকডাউন উঠলেও বাড়ি থেকে কাজের অনুমতি দেওয়া হবে কর্মীদের । গতকাল এমনটাই জানায় টুইটার । সংস্থার কথায়, কোরোনার জেরে আপাতত সেপ্টেম্বরের আগে সংস্থার অফিসগুলি খোলার কোনও সম্ভাবনা নেই । তার উপর বিগত কয়েকদিন ওয়ার্ক ফ্রম হোম-এর মাধ্যমে কাজ করে দেখা গেছে, কাজে কোনও সমস্যা হচ্ছে না । ফলে, আগামীদিনে যে কোনও সময়ই বাড়ি থেকে কাজের অনুমতি দেওয়া যেতে পারে ।

টুইটারের তরফে জানানো হয়েছে, এই কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যের বিষয়টিতে নজর দিয়ে কর্ম বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথম তাদেরই । টেলিফোনিক কাজের শুরু প্রথম তারাই করে । যা শুরু হয় মার্চ মাসে । এবং পরিস্থিতি অনুযায়ী আগামীদিনেও তা জারি থাকবে ।

এবিষয়ে টুইটারের মুখপাত্র বলেন, "আমরা কর্মীদের বাড়ি থেকে কাজের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিই । এবং একাংশকে বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়া হয় । এর ফলে কর্মী সংখ্যা ভাগ হয়ে যায় । বিগত কয়েকমাস এটা প্রমাণ করেছে যে এভাবে আমরা ভালোই কাজ করতে পারি । তাই যদি আমাদের কর্মীরা অফিসে আসার মতো অবস্থায় না থাকেন বা তাঁদের পক্ষে বাড়িতে থেকেই কাজ করা গুরুত্বপূর্ণ হয়, তাহলে তাঁরা লকডাউন উঠে গেলেও বাড়ি থেকেই কাজ করতে পারেন ।"

কবে খুলবে টুইটারের অফিসগুলি ? উত্তরে তিনি বলেন, "একদম ধীরে ধীরে, সতর্কতা অবলম্বন করে অফিসগুলি খোলা হবে । আর অফিস পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু অফিসে কর্মীরা কবে আসবেন, সেটা তাঁদের সিদ্ধান্ত ।"

কিছুদিন আগেই গুগল ও ফেসবুকও চলতি বছরের শেষ পর্যন্ত টেলিওয়ার্কিংয়ের মাধ্যমেই কাজ চালনোর সিদ্ধান্ত নেয় ।

Last Updated : May 13, 2020, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details