পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আজ অ-প্রশংসিত নায়কদের প্রশংসা করার দিন

সারা বিশ্ব এখন কোরোনার গ্রাসে । সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন বহু মানুষ । নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছেন মানুষের সেবায় । দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন কাজ । সেই সমস্ত মানুষদের শ্রদ্ধা জানাতে তাই আজকের দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ ।

aa
প্রশংসা

By

Published : Aug 19, 2020, 7:01 AM IST

Updated : Aug 19, 2020, 7:19 AM IST

ওঁদের লড়াইটা অন্যরকম । ওঁরা লড়াই করেন সারা বছর । আর লড়াইটা সামনের সারিতেই দাঁড়িয়েই । বন্দুকের জায়গায় কারও হাতে থাকে সিগন্যালিং বার তো কারও হাতে আবার পরিষ্কারের সরঞ্জাম । কারও হাতে আবার সিরিঞ্জ, গলায় স্টেথিস্কোপ । না ওঁদের নাম জানেন না কেউই । তবুও দিনরাত এক করে ওঁরা খেটে চলেন । মানুষের স্বার্থে । ওঁরাই রিয়েল লাইফ হিরো । ওঁরা কোনও কিছুর প্রত্যাশা করেন না । ওঁদের আজ সম্মান জানানোর দিন । আজ 19 অগাস্ট । মানবিক সহায়তা প্রদানকারীদের শ্রদ্ধা জানানোর দিন ।

  • বিশ্বজুড়ে মানবিক সহায়তা প্রদানকারী কাজকর্ম করতে, সাধারণ মানুষের সেবা করতে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন ভুরি ভুরি মানুষ । করেও চলেছেন প্রতিনিয়ত । নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই এগিয়ে গিয়েছেন মানবিক দায়িত্ব পালনে । কখনও গুরুতর আহত হয়েছেন । কখনও আবার মৃত্যু বরণই করেছেন । সেই সমস্ত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর 19 অগাস্ট পালিত হয় বিশ্ব মানবিক দিবস । 2008 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 2009 সালের 19 অগাস্টকে প্রথম বিশ্ব মানবিক দিবস হিসেবে ঘোষণা করে । মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে 2008 সালে বহু ত্রাণ কর্মী প্রাণ হারান । 2003 সালে ইরাকের বাগদাতে জাতিসংঘ অফিসে সন্ত্রাসবাদীরা হামলা চালায় । সেখানেও 22 জন ত্রাণকর্মী নিহত হন ।
  • সারা বিশ্ব এখন কোরোনার গ্রাসে । সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন বহু মানুষ । নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছেন মানুষের সেবায় । দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন কাজ । সেই সমস্ত মানুষদের শ্রদ্ধা জানাতে তাই এই বছর যেন আজকের দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ । মানবিক সহায়তা প্রদানের অনেকগুলি নীতি রয়েছে । রয়েছে মানবিকতা, নিরপেক্ষতা, সাম্য, স্বাধীনতা । এই নীতিগুলির উপর ভিত্তি করেই একজন মানবিক সহায়তা প্রদানকারী কর্মী অপর একজনের সেবার কাজে নিয়োজিত হন । তাই সেই কর্মীকেও শ্রদ্ধা, সম্মান জানানো উচিত । একজন মানবিক সহায়তা প্রদানকারী কর্মী আন্তর্জাতিকভাবেও কাজ করতে পারেন । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনি নিজের দেশের মানুষের সেবার কাজে নিয়োজিত । নিউইয়র্কে আজকের দিনটি নানা আনুষ্ঠানিকতার মধ্যে পালিত হয় ।

বিশ্ব মানবিক দিবস গুরুত্বপূর্ণ কেন?

1. অপ্রশংসিত নায়কদের (Unsung heros) কাজকে স্যালুট জানানোর দিন ।

2. এই দিনটি মানবিক কাজের প্রয়োজনীয়তার দিকটিকে আমাদের সামনে তুলে ধরে ।

3. এই দিনটি আন্তর্জাতিকভাবে উৎযাপিত হয় ।

COVID-19 পরিস্থিতিতে মানবিক প্রতিক্রিয়ার বিষয়টি কোন কোন দিক দিয়ে গুরুত্বপূর্ণ?

বিশ্ব HRP কয়েকটি গুরত্বপূর্ণ বিষয়কে নির্বাচন করেছে

  • বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণের হার, অসুস্থতা, সংক্রমণের হার কমানো
  • মানব সম্পদ ও অধিকার, সংহতি ও জীবিকার ক্ষয়ক্ষতিকে হ্রাস করা ।
  • মহামারী সম্বন্ধে শরণার্থী, দুর্বল, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আরও বেশি করে সচেতন করা । তাঁদেরকে সুরক্ষিত রাখা ।

মহামারীর সময় জীবনদায়ী সহায়তাগুলি সরবরাহ করা

কোরোনা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবার কাজে নিয়োজিত বহু মানুষ । কোরোনা আক্রান্ত মানুষের সংস্পর্শে কখনও বা তাঁদের মৃত্যু হয়েছে । আবার কখনও অন্যকে সুস্থ করার ভার নিজের কাঁধে তুলে নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাঁরাই । তাঁদের জীবনের সুরক্ষার জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা এগিয়ে যাওয়া উচিত । সুরক্ষা সামগ্রীর জোগান দেওয়ার জন্য পদক্ষেপ করা উচিত । বিশ্বের 54টি দেশে মানবিক সহায়তা প্রদানকারী কর্মীরা কাজ করছেন । পরিস্থিতি জটিল হতে আরও কিছু দেশে কাজ করার পরিকল্পনা রয়েছে ।

জনস্বাস্থ্যের উপর COVID-19-এর প্রভাব

বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতি মানবিক সহায়তা প্রদান এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ।

এক ঝলকে

প্রয়োজনীয়তা

কত মানুষের সাহায্য দরকার কত সংখ্যক মানুষকে টার্গেট করা হয়েছে কত টাকা দরকার
167.9 মিলিয়ন 108.8 মিলিয়ন 28.8 বিলিয়ন

চলতি বছর প্রায় 168 মিলিয়ন মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন । বিশ্বজুড়ে এই হিসাবটা অনুযায়ী গড়ে 45 জন মানুষের মধ্যে একজনের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন হচ্ছে । বিগত শতাব্দীর মধ্যে এই সংখ্যাটাই সবচেয়ে বেশি । জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলি বিশ্বজুড়ে প্রায় 109 মিলিয়ন অসহায় মানুষকে সহায়তা প্রদান করবে ঠিক করেছে । এর জন্য খরচ হবে প্রায় 28.8 বিলিয়ন ।

লিঙ্গভিত্তিক অপরাধ কমাতে মানবিক সহায়তা প্রদানের অভাব রয়েছে

বিশ্বজুড়ে এক তৃতীয়াংশ মহিলা ও শিশু কন্যা কোনও না কোনওভাবে জীবনে একবার হলেও শারীরিক ও মানসিকভাবে হেনস্থা হন । বঞ্চিত হন শিক্ষার অধিকার থেকেও । লিঙ্গ বৈষম্য (Gender Based Violence) এখনও সমাজের কোণায় কোণায় স্পষ্ট । আর এই বৈষম্যের প্রভাব পড়ে সমাজের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে । বিশ্ব ব্যাঙ্কের হিসেব অনুযায়ী লিঙ্গ বৈষম্যের জন্য দেশের উৎপাদনশীলতা হ্রাস পায় । অন্যদিকে নিরাপত্তাহীনতা ও প্রতিকূল পরিবেশের জন্য মানবিক সহায়তামূলক কাজ বাড়ানো উচিত ।

উমা ওমর কেনয়া, সাফারি চিকিৎসক

রিয়েল লাইফের হিরোরা

কেনয়ায় লামু আর্কিপেলাগোর উমরা সাফারি ডক্টরসের প্রতিষ্ঠাতা । এই সাফারি ডক্টরস ইউনিটটি লামুর 17টি গ্রামে প্রতিমাসে 100-রও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদন করে থাকে ।

Last Updated : Aug 19, 2020, 7:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details