ওয়াশিংটন, 21 নভেম্বর : এবার কোরোনায় আক্রান্ত হলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র । গতকাল এক সংবাদ সংস্থাকে একথা জানিয়েছেন এক মুখপাত্র । তিনি জানান, চলতি সপ্তাহের শুরুতেই কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ট্রাম্প পুত্রের । রিপোর্ট আসার পর থেকেই নিজের কেবিনে কোয়ারানটিনে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র । সংবাদ সংস্থাকে তিনি আরও জানান, "এখনও পর্যন্ত তাঁর কোরোনার কোনও উপসর্গ নেই । চিকিৎসকদের পরামর্শ মতোই COVID-19 সম্পর্কিত নির্দেশিকা মেনে চলছেন তিনি ।"
কোরোনায় আক্রান্ত ট্রাম্প-পুত্র
চলতি সপ্তাহের শুরুতেই কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ট্রাম্প পুত্রের । রিপোর্ট আসার পর থেকেই নিজের কেবিনে কোয়ারানটিনে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ।
অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে কোরোনায় সংক্রমিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প । আক্রান্ত হয়েছিলেন মেলানিয়া ট্রাম্প এবং তাঁর পুত্র ব্যারনও । এবার আক্রান্ত হলেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ।
এদিকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকানদের হয়ে একসঙ্গে প্রচার করার সময় কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বারলি গিলফয়েলেরও । জানা গিয়েছে, হোয়াইট হাউসে ইনডোর ইলেকশন নাইট পার্টি-তে উপস্থিত প্রায় 250 অতিথির মধ্যে ছিলেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, যেখানে অধিকাংশের মুখেই মাস্ক ছিল না ।