নয়াদিল্লি, 13 মে: পরপর ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক জমায়েতের কারণেই ভারতে কোভিড বিস্ফোরণ ৷ এমনই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৷ ওই জমায়েতে সামাজির মিশ্রণই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার অন্যতম ফ্যাক্টর বলে দাবি করেছে হু ৷
বুধবার অতিমারির সাপ্তাহিক আপডেট দিতে গিয়ে হু জানিয়েছে, "ভারতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে হু দেখেছে যে, ভারতে কোভিড 19-এর বাড়-বাড়ন্তের জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে ৷ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগম, যেখানে সামাজিক মিশ্রণ খুবই বৃদ্ধি পায়, সেগুলিই কোভিডের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ ৷"