মেক্সিকো সিটি, 8 সেপ্টেম্বর:মঙ্গলবার রাতে প্রশান্ত মহাসাগর সংলগ্ন রিসর্ট শহর অ্যাকাপুলকোতে ভয়ঙ্কর ভূমিকম্প হয় ৷ যার প্রভাব দেখা গিয়েছে কয়েকশো কিলোমটার দূরের মেক্সিকো সিটিতেও ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
আরও পড়ুন :Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7 ৷ আর এপিসেন্টার ছিল অ্যাকাপুলকো থেকে 17 কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ভূমিকম্পের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে বিভিন্ন বাড়ির অন্দরসজ্জা ৷ অনেক জায়গায় জলাশয় থেকে জল উপচে পড়ে ৷ এর জেরে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে ৷
আরও পড়ুন :Taliban Government : আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা তালিবানের, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ