পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Mexico earthquake : শক্তিশালী ভূমিকম্প অ্যাকাপুলকোতে, কাঁপল মেক্সিকো সিটিও - মেক্সিকো ন্যাশনাল সিভিল ডিফেন্স

মঙ্গলবার রাতে প্রশান্ত মহাসাগর সংলগ্ন রিসর্ট শহর অ্যাকাপুলকোতে শক্তিশালী ভূমিকম্প হয় ৷ যার প্রভাব দেখা গিয়েছে কয়েকশো কিলোমটার দূরের মেক্সিকো সিটিতেও ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

powerful-earthquake-near-mexico-acapulco
Mexico earthquake : অ্যাকাপুলকোতে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু

By

Published : Sep 8, 2021, 1:03 PM IST

Updated : Sep 8, 2021, 1:58 PM IST

মেক্সিকো সিটি, 8 সেপ্টেম্বর:মঙ্গলবার রাতে প্রশান্ত মহাসাগর সংলগ্ন রিসর্ট শহর অ্যাকাপুলকোতে ভয়ঙ্কর ভূমিকম্প হয় ৷ যার প্রভাব দেখা গিয়েছে কয়েকশো কিলোমটার দূরের মেক্সিকো সিটিতেও ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন :Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7 ৷ আর এপিসেন্টার ছিল অ্যাকাপুলকো থেকে 17 কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ভূমিকম্পের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে বিভিন্ন বাড়ির অন্দরসজ্জা ৷ অনেক জায়গায় জলাশয় থেকে জল উপচে পড়ে ৷ এর জেরে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে ৷

আরও পড়ুন :Taliban Government : আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা তালিবানের, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

প্রাথমিকভাবে সুনামির আতঙ্ক ছড়ায় ৷ তবে এখনও পর্যন্ত আধিকারিকদের তরফে কোনও সতর্কতা দেওয়া হয়নি ৷ অ্যাকাপুলকো শহরের মেয়র অ্যাডেলা রোমান জানান, ভয়ের কোনও পরিস্থিতি নেই ৷ মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি ৷ আফটারশকের জেরেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন ৷

আরও পড়ুন :Afghanistan: কাবুলে পাকবিরোধী বিক্ষোভে গুলি তালিবানের, সাংবাদিকদের গ্রেফতার

মেক্সিকোর ন্যাশনাল সিভিল ডিফেন্সের তরফে জানানো হয়েছে যে 10টি প্রদেশে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷

এদিকে এই ভূমিকম্পের প্রভাব পড়েছে মেক্সিকো সিটিতে ৷ সেখানে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর ৷

আরও পড়ুন :Afghanistan : আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের

Last Updated : Sep 8, 2021, 1:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details