ওয়াশিংটন, 11 মে : 12 থেকে 15 বছর বয়সীদের ফাইজ়ারের করোনা টিকা দেওয়ার অনুমতি দিল আমেরিকা ৷ এর আগে আমেরিকার 16 বা তার বেশি বয়সীদের ফাইজ়ার টিকা দেওয়া হয়েছিল ৷ এবার 12 থেকে 15 বয়সীদেরও টিকা দেওয়া হবে ৷ খুব তাড়াতাড়ি ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে ৷
মূলত, করোনা ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত হয়েছে । এদিকে, ফাইজ়ারের ভ্যাকসিন 16 বছরের কিশোরদের উপর একাধিক দেশে ব্যবহার করা হচ্ছে ৷ কানাডা সম্প্রতি 12 এবং তার বেশি বয়সীদের মধ্যে টিকা সম্প্রসারণে প্রথম স্থান লাভ করেছে । আমেরিকার প্রশাসনের কাছে 12 থেকে 15 বছরের কিশোর-কিশোরীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে অনুমতি চেয়ে আবেদন করেছিল ফাইজ়ার । এই সপ্তাহে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল আমেরিকা প্রশাসন ৷
বর্তমানে আমেরিকায় ফাইজ়ারের টিকা দেওয়ার অনুমতি রয়েছে 16 বছর বা তার বেশি বয়সের মানুষদের । সম্প্রতি 12 থেকে 15 বছর বয়সী যাদের কোনও করোনা কেস নেই এরকম 2 হাজার 260 জনের শরীরে পরীক্ষামূলক ভাবে ফাইজ়ারের টিকা প্রয়োগ করা হয় । ফলাফলে ফাইজ়ার ঘোষণা করে, এই 12 থেকে 15 বছরের কিশোর-কিশোরীদের শরীরে কার্যকর হচ্ছে করোনা টিকা ৷