পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চলতি বছরে 600 মিলিয়ন ডোজের কোরোনা ভ্যাকসিন তৈরির পরিকল্পনা মার্কিন সংস্থার - কোরোনা ভ্যাকসিন

2021 সালে মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থা মোদার্না 600 মিলিয়ন ডোজের কোরোনা ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jan 5, 2021, 6:54 PM IST

ওয়াশিংটন, 5 জানুয়ারি : কোরোনা ভ্যাকসিন প্রস্তুতিতে ইতিমধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি দেশ তৎপর হয়েছে । এই অবস্থায় মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থা মোদার্না জানিয়েছে তারা চলতি বছরে ছয়শো মিলিয়ন ডোজ কোভিড ভ্যাকসিন উৎপন্ন কারার পরিকল্পনা করছে । তবে, এর আগে সংস্থাটি পাঁচশ মিলিয়ন ভ্যাকসিন তৈরির কথা ঘোষণা করেছিল ।

একটি ওয়বসাইটের মাধ্যমে কোম্পানির তরফে জানানো হয়েছে, মোদার্না, আইএনসি (নাসডাক: এমআরএনএ) একটি বায়োটেকনোলজি সংস্থা । কোরোনা ভ্যাকসিন তৈরির একটি আপডেট দেওয়া হচ্ছে । বিশ্বব্যাপি কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোম্পানি পাঁচশ থেকে বাড়িয়ে ছয়শো মিলিয়ান কোরোনা ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে ।

পাশাপাশি আরও বলা হয়েছে, এই এক বিলিয়ন ডোজ বাড়ানোর জন্য কোম্পানি চলতি বছরে আরও বেশি কর্মী নিয়োগ করেছে ।

ABOUT THE AUTHOR

...view details