পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইট্যালি থেকে অনুদানে পাওয়া PPE তাদেরই বিক্রি করতে চাইছে চিন - Italy

বর্তমানে কোরোনা সংক্রমণে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে ইট্যালিতে ৷ জানা যায়, চিনের খারাপ সময়ে তাদের পাশে দাঁড়িয়েছিল ইট্যালি ৷ প্রয়োজনীয় কিট দান করে তাদের সাহায্য করেছিল ৷ কিন্তু, এখন যখন ইট্যালির এই কিট প্রয়োজন তখন চিন অনুদানে পাওয়া ওই কিটই ইট্যালিকে বিক্রি করতে চাইছে বলে জানা যায় ৷

ইট্যালি থেকে অনুদানে পাওয়া PPE তাদেরই বিক্রি করতে চাইছে চিন
ইট্যালি থেকে অনুদানে পাওয়া PPE তাদেরই বিক্রি করতে চাইছে চিন

By

Published : Apr 5, 2020, 5:33 PM IST

দিল্লি, 5 এপ্রিল : চিনে কোরোনা ভাইরাসের সংক্রমণ যখন চরম মাত্রায়, তখন পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (PPE) দান করে সাহায্য করেছিল ইট্যালি ৷ বর্তমানে চিন কোরোনা থেকে নিজেকে অনেকটাই সামলিয়ে উঠেছে ৷ তবে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইট্যালিতে ৷ ইট্যালির এখন PPE-র প্রয়োজন ৷ একটি ম্যাগাজ়িনের রিপোর্ট অনুযায়ী, অনুদানে পাওয়া এই PPE ইট্যালিকেই বিক্রি করতে চাইছে চিন ৷

চিনে তৈরি এই ভাইরাস মহাদেশ পেরিয়ে ইট্যালিকে ইউরোপের এপিসেন্টার হিসেবে গড়ে তুলেছে ৷ এই দেশের চিকিৎসক, নার্স-সহ বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ৷ কয়েকদিনের মধ্যে 15 হাজারের বেশি মানুষ প্রাণ হারায় ৷ লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত ৷ সংকট কাটিয়ে ওঠার পর বিশ্বের কাছে নিজেদের মানবিক দিকটি তুলে ধরতে চেয়েছিল চিন ৷ প্রথমে তারা জানিয়েছিল, ইট্যালিকে PPE অনুদানে দেবে চিন ৷ তবে, পরে জানা যায়, এটা তাদের কোনও মানবিক দিক নয়, বরং বেজিং ইট্যালিকে এই PPE বিক্রি করে ব্যবসা করতে চেয়েছে ৷ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্টে এই তথ্যই উঠে আসে ৷

অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক সিনিয়র আধিকারিক বলেন, "চিন ইট্যালিকে জোর করেছে ওই PPE কেনার জন্য ৷ এই PPE-গুলি ইট্যালি চিনকে কোরোনার বিরুদ্ধে লড়াইতে সরবরাহ করেছিল ৷" তিনি আরও বলেন, "ইউরোপে ভাইরাসের আক্রমণের আগে ইট্যালি চিনকে জনগণের সুরক্ষার জন্য টন টন PPE দিয়ে পাঠিয়েছিল ৷ পরে চিন ইট্যালির পাঠানো PPE-গুলি ফেরত পাঠায় ৷ তাও সব নয়, ওই PPE-র কিছুটা ৷ পরে এই PPE-র জন্য ইট্যালির কাছে টাকা চায় তারা ৷"

দুর্ভাগ্যক্রমে, এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চিনের কূটনীতি পিছলে পড়েছে ৷ চিন অন্যান্য দেশের কাছেও যে পরীক্ষামূলক কিট বিক্রি করেছিল, তার বেশিরভাগই খারাপ বলে প্রমাণিত হয়েছে ৷ স্পেনকে দেওয়া 50 হাজার কিট খারাপ জানার পর, স্পেনের তরফে সেগুলি চিনকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷ কিছু ক্ষেত্রে, ক্ষমা চেয়ে সমস্যা সমাধানের পরিবর্তে চিন এই খারাপ কিটগুলির জন্য অন্যদেরই দোষারোপ করতে থাকে ৷

নেদারল্যান্ডস প্রশাসন সকলকে মাস্কগুলিতে দেওয়া বিবরণ দু'বার করে পরীক্ষা করতে বলেছে ৷ অভিযোগ, তাদের কাছে যে মাস্কগুলি পাঠানো হয়েছিল তার অর্ধেক সেফটি স্ট্যান্ডার্ডের নিচে ছিল ৷ অ্যামেরিকান ওই আধিকারিক বলেন, "এখন চিনের কর্মকর্তাদের এটা বলা খুব বিচক্ষণ যে, আমরা ইট্যালির মানুষকে সাহায্য করছি বা আমরা উন্নয়নশীল দেশকে সাহায্য করছি ৷ অথচ আসলে তারাই আমাদের সংক্রমিত করেছে ৷" সঙ্গে তিনি বলেন, "অবশ্যই তাদের সাহায্য করা উচিত ৷ তাদের আলাদা করে দায়িত্ব রয়েছেই ৷ কারণ, তাদের জন্যই এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছে ৷ পাশাপাশি, বিশ্বের দেশগুলিকে সাবধান বা পরিকল্পনা করার জন্য প্রয়োজনীয় তথ্য দেয়নি ৷"

ABOUT THE AUTHOR

...view details