পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিহার-ঝাড়খণ্ডের স্বাস্থ্য়খাতে অনুদান ইন্দো অ্য়ামেরিকান দম্পতির - bihar jharkhand healthcare

বিজেএএনএ -র তরফে গতকাল জানানো হয়েছে, রমেশ ও কল্পনা ভাটিয়া বিহার ও ঝাড়খণ্ডের স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য় 1 লাখ 50 হাজার ইউ এস ডলার অনুদান দিয়েছেন ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 1 কোটি টাকার সমান ৷ ওই টাকা দিয়ে মূলত গ্রামীণ অঞ্চলের স্বাস্থ্য় ব্য়বস্থার উন্নতি করা হবে বলে জানানো হয়েছে ৷

jharkhand
ছবি সৌজন্য়- ইনস্টাগ্রাম @rkbhatiafoundation

By

Published : Mar 30, 2021, 12:09 PM IST

ওয়াশিংটন, 30 মার্চ : স্বাস্থ্য়খাতে বিহার-ঝাড়খণ্ডে 1 কোটি টাকা দান করলেন এক ইন্দো অ্য়ামেরিকান দম্পতি ৷ গতকাল বিহার ও ঝাড়খণ্ড অ্য়াসোসিয়েশনের তরফে এই খবর জানানো হয়েছে ৷

বিজেএএনএ -র তরফে গতকাল জানানো হয়েছে, রমেশ ও কল্পনা ভাটিয়া নামে এক দম্পতি বিহার ও ঝাড়খণ্ডের স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য় 1 লাখ 50 হাজার ইউ এস ডলার অনুদান দিয়েছেন ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 1 কোটি টাকার সমান ৷ ওই টাকা দিয়ে মূলত গ্রামীণ অঞ্চলের স্বাস্থ্য় ব্য়বস্থার উন্নতি করা হবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন-মা সোনার বাংলা দেখে গেলেন না: অগ্নিমিত্রা

রমেশ ও কল্পনা মূলত স্বাস্থ্য় পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন ৷ বিভিন্ন অনুন্নত এলাকায় স্বাস্থ্য় ব্য়বস্থা উন্নয়নের কাজ করেন তাঁরা ৷ সেকারণে বিহার ও ঝাড়খন্ডের বিভিন্ন অনুন্নত এলাকায় উন্নয়নের কাজ করা হবে ৷

আরও পড়ুন-করোনার কথা ভুলে সবাই ভোট নিয়ে ব্যস্ত, উদ্বিগ্ন চিকিৎসক মহল

ইতিমধ্য়ে তাঁরা একটি প্রবাসী অ্য়লুমুনি নিঃশুল্ক ক্লিনিক খুলেছেন রাঁচিতে ৷ সেখানে বিনামূল্য়ে স্বাস্থ্য় পরিষেবা দেওয়া হয় ৷

বিজেএএনএ-র প্রেসিডেন্ট অবিনাশ গুপ্তা বলেছেন, "রমেশ ও কল্পনার অনুদানের জন্য় স্বাস্থ্য় ব্য়বস্থার উন্নতি করা সম্ভব হচ্ছে ৷ সমাজের বিভিন্ন কাজ করার জন্য় আমরা অনেক অনুদান পাচ্ছি ৷ যেগুলি সঠিক ভাবে কাজে লাগানো হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details