ওয়াশিংটন, 5 সেপ্টেম্বর : মধ্যস্থতার প্রস্তাব আগেও দিয়েছিলেন । গতকাল সাংবাদিক বৈঠকে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প । বলেন, চিন ও ভারত সীমান্ত পরিস্থিতি অত্যন্ত তপ্ত । চিন এই পরিস্থিতিকে আরও খারাপ জায়গায় নিয়ে যেতে পারে । তবে অ্যামেরিকা সাহায্য করতে প্রস্তুত ।
চিন ও ভারতের সীমান্তে গালওয়ানে সেনার মধ্যে সংঘর্ষের পর মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । সেই সময়েও চিনের প্রতিই অভিযোগ করেছিলেন তিনি । তবে ভারতের তরফে মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করা হয়নি । তিনি সেই সময়ও বলেছিলেন, ভারত ও চিনের সঙ্গে কথা হয়েছে । প্রয়োজনে মধ্যস্থতা করতেও চাই ।
মার্চ-এপ্রিল মাস থেকে গালওয়ান উপত্যকায় চিন ও ভারত সীমান্তে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় । জুনে সংঘর্ষে মৃত্যু হয় 20 জন ভারতীয় জওয়ানের । এরপরই ভারতের তরফে সবরকমভাবে প্রস্তুতি নেওয়া হয় । সীমান্তে সেনা বাড়ানো হয় । চিন এবং ভারতীয় সামরিক স্তরে একাধিক বৈঠক চলে । এরপর সীমান্ত পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও সম্প্রতি আবার পরিস্থিতি উত্তপ্ত হয় । মস্কোতে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।