ওয়াশিংটন, 28 অক্টোবর : রবিবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প IS প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেন ৷ তিনি জানান, অ্যামেরিকার সেনার অভিযানের সময় আত্মঘাতী হয়েছে ইসলামিক স্টেটের প্রধান ৷ শনিবার ট্রাম্প টুইট করেছিলেন, "এখনই বড় কিছু ঘটেছে "৷ অ্যমেরিকার প্রেসিডেন্টের এই টুইটের পরই সারা বিশ্ব বড় কোনও ঘোষণার অপেক্ষায় ছিল ৷ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বত্রাস আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর আসে ৷
কী ভাবে হল এই মিশন ? আল বাগদাদির হদিশ কী ভাবে পেল US সেনা ? রাতের অন্ধকারে IS প্রধানের ডেরায় হানা দেওয়া কতটা কঠিন ছিল ? শনিবার হোয়াইট হাউজ়ে বসে সেনার অপারেশনের লাইভ দেখছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ তাঁর ভাষায়, এই অপারেশন লাইভ তিনি সিনেমা দেখার মতো উপভোগ করেছেন ৷
প্রায় এক মাস আগে অ্যামেরিকার গোয়েন্দা সংস্থা আল বাগদাদির বাসভবনের হদিশ পায় ৷ ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী, সপ্তাহ দুয়েক আগে স্থানীয় কুর্দদের সহযোগিতায় অ্যামেরিকার গোয়েন্দারা সিরিয়ার ইদলিব প্রদেশে বাগদাদির বাসভবন চিহ্নিত করেন ৷ তারপর তৈরি হয় IS প্রধানকে খতম করার মাস্টার প্ল্যান ৷ অপারেশনের তিন দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবিস্তারে জানান সেনা আধিকারিকরা ৷ তাঁর সবুজ সঙ্কেত পাওয়ার পরই শুরু হয় অপারেশন ৷
পশ্চিম ইরাকের কোনও এক এয়ারবেস থেকে আটি হেলিকপ্টারে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয় অ্যামেরিকার সেনা ৷ এই নৈশ অভিযানের জন্য ইরাক, টার্কি ও রাশিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি দরকার ছিল ৷ ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার কাছে অপারেশনের ধরন সম্পর্কে তাঁরা জানাননি ৷ তাঁরা শুধু বলেছিলেন এই অপারেশন রাশিয়া পছন্দ করবে ৷
শনিবার স্থানীয় সময় বিকেল 4.30 এ হোয়াইট হাউজ়ে চলে আসেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ বিকেল 5টা নাগাদ তিনি হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন এবং গোয়েন্দা কর্তারা ৷ সেখানে তাঁরা পুরো অপারেশনের সরাসরি দেখেন ৷
ভাইস প্রেসিডেন্ট ও পদস্থ আধিকারিকদের সঙ্গে হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে একত্রিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন শুরু করার সঙ্কেত দেন৷ এরপর আটটি হেলিকপ্টার অ্যামেরিকান সেনা ও সেনা কুকুরদের নিয়ে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয়৷ এই অভিযানে অংশ নিয়েছিল অ্যামেরিকার ডেল্টা ফোর্স ৷ যারা সন্ত্রাস দমনের জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত ৷ এদের কখনও কখনও হাই-ভ্যালু টার্গেট ক্যাপটার করার জন্য পাঠানো হয় ৷ এই অভিযানে বায়ুসেনা ও নৌবাহিনীও সহযোগিতা করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প ৷ এই অভিযানে বিশেষভাবে তৈরি রোবোটও নিয়ে গেছিল ডেল্টা ফোর্স৷ অবশ্য অভিযানে রোবোট নামাতে হয়নি৷