পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

যেভাবে খতম হল IS প্রধান বাগদাদি - ডোনাল্ড ট্রাম্প

কী ভাবে হল এই মিশন ? আল বাগদাদির হদিশ কী ভাবে পেল US সেনা ? রাতের অন্ধকারে IS প্রধানের ডেরায় হানা দেওয়া কতটা কঠিন ছিল ? শনিবার হোয়াইট হাউজ়ে বসে সেনার অপারেশনের লাইভ দেখছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ তাঁর ভাষায় এই অপারেশন লাইভ তিনি সিনেমা দেখার মতো উপভোগ করেছেন ৷

trump

By

Published : Oct 29, 2019, 1:08 AM IST

ওয়াশিংটন, 28 অক্টোবর : রবিবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প IS প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেন ৷ তিনি জানান, অ্যামেরিকার সেনার অভিযানের সময় আত্মঘাতী হয়েছে ইসলামিক স্টেটের প্রধান ৷ শনিবার ট্রাম্প টুইট করেছিলেন, "এখনই বড় কিছু ঘটেছে "৷ অ্যমেরিকার প্রেসিডেন্টের এই টুইটের পরই সারা বিশ্ব বড় কোনও ঘোষণার অপেক্ষায় ছিল ৷ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বত্রাস আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর আসে ৷

কী ভাবে হল এই মিশন ? আল বাগদাদির হদিশ কী ভাবে পেল US সেনা ? রাতের অন্ধকারে IS প্রধানের ডেরায় হানা দেওয়া কতটা কঠিন ছিল ? শনিবার হোয়াইট হাউজ়ে বসে সেনার অপারেশনের লাইভ দেখছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ তাঁর ভাষায়, এই অপারেশন লাইভ তিনি সিনেমা দেখার মতো উপভোগ করেছেন ৷

প্রায় এক মাস আগে অ্যামেরিকার গোয়েন্দা সংস্থা আল বাগদাদির বাসভবনের হদিশ পায় ৷ ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী, সপ্তাহ দুয়েক আগে স্থানীয় কুর্দদের সহযোগিতায় অ্যামেরিকার গোয়েন্দারা সিরিয়ার ইদলিব প্রদেশে বাগদাদির বাসভবন চিহ্নিত করেন ৷ তারপর তৈরি হয় IS প্রধানকে খতম করার মাস্টার প্ল্যান ৷ অপারেশনের তিন দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবিস্তারে জানান সেনা আধিকারিকরা ৷ তাঁর সবুজ সঙ্কেত পাওয়ার পরই শুরু হয় অপারেশন ৷

পশ্চিম ইরাকের কোনও এক এয়ারবেস থেকে আটি হেলিকপ্টারে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয় অ্যামেরিকার সেনা ৷ এই নৈশ অভিযানের জন্য ইরাক, টার্কি ও রাশিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি দরকার ছিল ৷ ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার কাছে অপারেশনের ধরন সম্পর্কে তাঁরা জানাননি ৷ তাঁরা শুধু বলেছিলেন এই অপারেশন রাশিয়া পছন্দ করবে ৷

শনিবার স্থানীয় সময় বিকেল 4.30 এ হোয়াইট হাউজ়ে চলে আসেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ বিকেল 5টা নাগাদ তিনি হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন এবং গোয়েন্দা কর্তারা ৷ সেখানে তাঁরা পুরো অপারেশনের সরাসরি দেখেন ৷

ভাইস প্রেসিডেন্ট ও পদস্থ আধিকারিকদের সঙ্গে হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে একত্রিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন শুরু করার সঙ্কেত দেন৷ এরপর আটটি হেলিকপ্টার অ্যামেরিকান সেনা ও সেনা কুকুরদের নিয়ে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয়৷ এই অভিযানে অংশ নিয়েছিল অ্যামেরিকার ডেল্টা ফোর্স ৷ যারা সন্ত্রাস দমনের জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত ৷ এদের কখনও কখনও হাই-ভ্যালু টার্গেট ক্যাপটার করার জন্য পাঠানো হয় ৷ এই অভিযানে বায়ুসেনা ও নৌবাহিনীও সহযোগিতা করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প ৷ এই অভিযানে বিশেষভাবে তৈরি রোবোটও নিয়ে গেছিল ডেল্টা ফোর্স৷ অবশ্য অভিযানে রোবোট নামাতে হয়নি৷

US সেনার হেলিকপ্টারগুলি আল বাগদাদির বাসভবনে পৌঁছাতেই IS জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে ৷ সেই আক্রমণ ঠেকিয়ে সেনারা বাসভবনের সামনে নামতে সক্ষম হয় ৷ এরপর তারা দরজা দিয়ে প্রবেশ করেনি ৷ দরজায় ফাঁদ থাকতে পারে এই সন্দেহে , প্রাসাদের দেওয়াল উড়িয়ে তারা ভেতরে প্রবেশ করে ৷

ভেতরে ঢুকে কম্পাউন্ড পরিষ্কার করতে বেশি সময় নেয়নি অ্যামেরিকার সেনা জওয়ানরা ৷ বেশিরভাগ IS জঙ্গি সেনার গুলিতে মারা যায় ৷ বাকি কয়েকজন আত্মসমর্পণ করে ৷ সেখান থেকে 11 টি নাবালককে উদ্ধার করা হয় ৷ তাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ অ্যামেরিকার সেনা জওয়ানরা এরপর বেশ কিছু উচ্চ পদস্থ IS জঙ্গিকে বন্দী করে ৷

এদিকে বাসভবনে সেনা অভিযানের পর বাগদাদি তার তিন সন্তানকে নিয়ে সুড়ঙ্গ দিয়ে পালাতে থাকে ৷ সেনারা বাগদাদিকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানায়৷ কিন্তু বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তা প্রত্যাখান করে৷ এরপর সেনা কুকুর বাগদাদিকে তাড়া করে ৷ পালাতে গিয়ে সুড়ঙ্গের বন্ধপ্রান্তে আটকে যায় বাগদাদি ৷ এদিকে সেনা অন্যদিকে কুকুর ৷ বাগদাদি তখন নাকি চিৎকার করে ডোনাল্ড ট্রাম্পকে গালাগাল করতে থাকে ৷ এরপর কাঁদতে কাঁদতে তার সুইসাইড ভেস্ট অ্যাক্টিভেট করে দেয়৷ বিস্ফোরণে তিন সন্তান সহ বাগদাদির মৃত্যু হয়৷

বিস্ফোরণের পর বাগদাদি ও তার তিন সন্তানের দেহাংশ ছড়িয়ে পড়েছিল৷ বাগদাদির মৃত্যু নিশ্চিত করতে সুড়ঙ্গের মধ্যেই DNA টেস্ট করে অ্যামেরিকার সেনারা ৷ 15 মিনিটের মধ্যে বাগদাদির পরিচয় নিশ্চিত হয় ৷ ট্রাম্প জানিয়েছেন, এরপর সেনা কমান্ডার তাঁকে বলেন " আমরা জ্যাকপট পেয়ে গেছি ৷"

অ্যামেরিকার সেনা জওয়ানরা বাগদাদির বাসভবন তল্লাশি করে ৷ সেখান থেকে বেশকিছু অত্যন্ত সংবেদনশীল নথি উদ্ধার করেছে ৷ এই নথিতে IS-এর উৎপত্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে ৷ মাত্র দু ঘন্টার অপারেশর সাফল্যের সঙ্গে শেষ করে ফিরে যায় ডেল্টা ফোর্স ৷

অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান জানান, সম্পূর্ণ ইসলামিক রীতি মেনে বাগদাদির শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তিনি আরও জানান, 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান করে ওসামা বিন লাদেনকে নিকেশ করা হয় ৷ এরপর ইসলামিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন অ্যামেরিকার সেনা আধিকারিকরা ৷ লাদেনের দেহ সম্পূর্ণ ইসলামিক রীতি মেনে সমুদ্রে সলিল সমাধি দেওয়া হয়েছিল ৷ এভাবেই IS প্রধান আবু বকর আল বাগদাদির শেষকৃত্য সমপন্ন করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details