লস অ্য়াঞ্জেলস, 12 জ়ানুয়ারি : লস অ্য়াঞ্জেলসের সান দিয়েগো চিড়িয়াখানায় কোরোনায় আক্রান্ত হল 8টি গোরিলা ৷ তবে, এদের সবাই কোরোনা আক্রান্ত কি না তা এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ ৷ এদের মধ্য়ে একটি গোরিলা অসুস্থ হয়ে পড়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে, তা পরীক্ষা করানো হয় ৷ সোমবার সেই রিপোর্ট এসেছে ৷ সেখানে গোরিলাটির শরীরে সার্স-কোভ-2 ভাইরাস পাওয়া গেছে ৷ সংক্রমিত ওই গোরিলার সঙ্গী আরেকটি গোরিলাকে অন্য়ত্র সরিয়ে দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে চিড়িয়াখানার কোনও লক্ষণবিহীন কর্মীর থেকেই ওই গোরিলাটি কোরোনায় আক্রান্ত হয়েছে ৷
চিড়িয়াখানার এক আধিকারিক তাঁর স্টেটমেন্টে জানিয়েছেন, গত বুধবার থেকে দু’টি গোরিলা অসুস্থ হয়ে পড়ে ৷ তাঁদের সর্দি, কাশি এবং শারীরিক দুর্বলতা ছিল ৷ তখনই চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাদের মধ্য়ে একটি গোরিলার কোরোনা পরীক্ষা করানো হয় ৷ সেই গোরিলার কোরোনার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ রিপোর্ট পজ়িটিভ আসতেই বাকি গোরিলাগুলিকেও আলাদাভাবে রাখা হয়েছে ৷ তাদের মধ্য়ে কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ তবে, সেই গোরিলাগুলিকে নজরে রাখা হচ্ছে ৷