পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লস অ্য়াঞ্জেলসে চিড়িয়াখানায় কোরোনা আক্রান্ত গোরিলা

চিড়িয়াখানার এক আধিকারিক তাঁর স্টেটমেন্টে জানিয়েছেন, গত বুধবার থেকে দু’টি গোরিলা অসুস্থ হয়ে পড়ে ৷ তাঁদের সর্দি, কাশি এবং শারীরিক দুর্বলতা ছিল ৷ তখনই চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাদের মধ্য়ে একটি গোরিলার কোরোনা পরীক্ষা করানো হয় ৷ সেই গোরিলার কোরোনার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ রিপোর্ট পজ়িটিভ আসতেই বাকি গোরিলাগুলিকেও আলাদাভাবে রাখা হয়েছে ৷

gorillas-at-san-diego-zoo-safari-park-in-us-diagnosed-with-coronavirus
লস অ্য়াঞ্জেলসে চিড়িয়াখানায় কোরোনা আক্রান্ত গোরিলা

By

Published : Jan 12, 2021, 4:58 PM IST

লস অ্য়াঞ্জেলস, 12 জ়ানুয়ারি : লস অ্য়াঞ্জেলসের সান দিয়েগো চিড়িয়াখানায় কোরোনায় আক্রান্ত হল 8টি গোরিলা ৷ তবে, এদের সবাই কোরোনা আক্রান্ত কি না তা এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ ৷ এদের মধ্য়ে একটি গোরিলা অসুস্থ হয়ে পড়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে, তা পরীক্ষা করানো হয় ৷ সোমবার সেই রিপোর্ট এসেছে ৷ সেখানে গোরিলাটির শরীরে সার্স-কোভ-2 ভাইরাস পাওয়া গেছে ৷ সংক্রমিত ওই গোরিলার সঙ্গী আরেকটি গোরিলাকে অন্য়ত্র সরিয়ে দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে চিড়িয়াখানার কোনও লক্ষণবিহীন কর্মীর থেকেই ওই গোরিলাটি কোরোনায় আক্রান্ত হয়েছে ৷

চিড়িয়াখানার এক আধিকারিক তাঁর স্টেটমেন্টে জানিয়েছেন, গত বুধবার থেকে দু’টি গোরিলা অসুস্থ হয়ে পড়ে ৷ তাঁদের সর্দি, কাশি এবং শারীরিক দুর্বলতা ছিল ৷ তখনই চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাদের মধ্য়ে একটি গোরিলার কোরোনা পরীক্ষা করানো হয় ৷ সেই গোরিলার কোরোনার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ রিপোর্ট পজ়িটিভ আসতেই বাকি গোরিলাগুলিকেও আলাদাভাবে রাখা হয়েছে ৷ তাদের মধ্য়ে কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ তবে, সেই গোরিলাগুলিকে নজরে রাখা হচ্ছে ৷

আরও পড়ুন : আগামী সপ্তাহে কোরোনার টিকা নিতে পারেন পোপ ফ্রান্সিস

গোরিলাগুলি চিড়িয়াখানায় একসঙ্গেই থাকে ৷ তাই মানুষের মতো, তাদেরও একজনের থেকে আরেকজনকের সংক্রমণ হওয়া স্বাভাবিক ৷ তাই আটটি গোরিলাকে সমানভাবে সেবা করা হচ্ছে ৷ দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে সান দিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details