পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল 9/11?

হামলার তদন্তে নেমে CIA জানতে পেরেছিল অ্যামেরিকাকে আর্থিক ভাবে পঙ্গু করে দেওয়া এই হামলার অন্যতম লক্ষ্য ছিল । ওই হামলায় ক্ষতি হয় প্রায় 10 হাজার কোটি ডলার । 2001 সালের 11 সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর থেকে দেশটির ঋণের খাতায় যোগ হয়েছে প্রায় 400 কোটি ডলার ।

বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল 9/11?

By

Published : Sep 11, 2019, 5:01 AM IST

ম্যানহাটন, 11 সেপ্টেম্বর : 2001 সালের 9/11 হামলার জেরে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিল । হামলার প্রভাব পড়েছিল অ্যামেরিকা ও বিশ্বের অর্থনীতিতে । হামলার তদন্তে নেমে CIA জানতে পেরেছিল অ্যামেরিকাকে আর্থিক ভাবে পঙ্গু করে দেওয়া এই হামলার অন্যতম লক্ষ্য ছিল । ওই হামলায় ক্ষতি হয় প্রায় 10 হাজার কোটি ডলার ।

এই একটি ঘটনা পালটে দেয় গোটা অ্যামেরিকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা । দীর্ঘদিন ধরে এ হামলার জের টানতে হয় অ্যামেরিকাকে । 2001 সালের 11 সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর থেকে দেশটির ঋণের খাতায় যোগ হয়েছে প্রায় 400 কোটি ডলার । যুদ্ধ ও জাতীয় নিরাপত্তার জন্য এই অর্থ ব্যয় করা হয়েছে । আফগানিস্তানে যুদ্ধের প্রথম বছর কংগ্রেস তহবিলে আলাদা করে রাখে 27 বিলিয়ন ডলার । ইরাক হামলার প্রথম বছরে কংগ্রেস জরুরি যুদ্ধ তহবিলে প্রায় 37 বিলিয়ন ডলার আলাদা করে রাখে ।

2001 সালের মার্চ থেকে এমনিতেই আর্থিক মন্দা চলছিল । তবে 9/11 হামলার পর মন্দা আরও খারাপের দিকে চলে যায় । 2001 সালে তৃতীয়বারের জন্য অ্যামেরিকার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 4 দিনের জন্য বন্ধ থাকে । চার দিন বন্ধের পর 2001 সালের 17 সেপ্টেম্বর শেয়ার মার্কেট চালু হয় । তৎক্ষণাৎ ডাও জোন্সে বড় 30টি কোম্পানির মার্কেট ইনডেক্স পড়ে যায় 7.13 শতাংশ । সেই সময় পর্যন্ত সেটাই ছিল একদিনে রেকর্ড পতন ।

আর্থিক মন্দা 2001 সালের নভেম্বরে কেটে যায় । তবে এরপর শুরু হয় যুদ্ধের হুমকি । যার জেরে আরও এক বছরের জন্যও ডাও জোন্স-এর পতন হতে থাকে । 2002 সালের অক্টোবরে পতন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় । মন্দা শুরু হওয়ার আগের প্রেক্ষিতে সেই পতন 37.8 শতাংশ ছিল । এদিকে হামলার পরবর্তী পরিস্থিতিতে শুধু নিউ ইয়র্ক রাজ্যেই 4 লাখ 30 হাজার লোকের চাকরি যায় । 18 হাজার ছোটো ব্যবসা বন্ধ হয়ে যায় ।

অ্যামেরিকান ডলারের পতনের জেরে পতন হয় বিশ্বের বিভিন্ন মুদ্রার । ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইয়েনের দাম কমতে থাকে । হামলার পরদিনই স্পেনের স্টক মার্কেটে 4.6 শতাংশ পতন হয় । জার্মানি ও লন্ডন স্টক মার্কেটে পতন হয় 8.5 ও 5.7 শতাংশ করে । প্রভাব পড়ে লাতিন অ্যামেরিকার দেশগুলিতেও । ব্রাজ়িল, আর্জেন্টিনা ও মেক্সিকোর স্টক মার্কেটেও ধস নামে ।

9/11 হামলার প্রভাব পরে সেই দেশের প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে । যা অ্যামেরিকাকে ঋণ সংকটের দিকে ঠেলে দিয়েছিল । সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য 2 ট্রিলিয়ন ডলার বেশি বেশি ঋণ নিয়েছিল অ্যামেরিকা । তবে শুধু অ্যামেরিকা নয় । সারা বিশ্বেই এরপর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়ে যায় ।

বিশ্বব্যপী বিমান পরিষেবা ও শিল্পের ক্ষেত্রেও 9/11 -র প্রভাব ছিল সুদূরপ্রসারী । সেই পরিস্থিতি থেকে বিমান সংস্থাগুলিকে সাহায্য করতে 10 বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল অ্যামেরিকা সরকার । এক সমীক্ষাতে দেখা যায় 9/11 পরবর্তী সময়ে 65 শতাংশ অ্যামেরিকান বিমানে চড়তে ভয় পাচ্ছিলেন । যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিমান সংস্থাগুলি । অ্যামেরিকার পর্যটন ব্যবসাতেও প্রচুর লোক চাকরি হারায় ।

ABOUT THE AUTHOR

...view details