পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মার্কিন ইতিহাসে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হতে চলেছেন ডাগ এমহফ - Kamala Harris

2020 সালের 7 নভেম্বর এমহফ একটি ছবি পোস্ট করেন৷ সেখানে তিনি দুটি হৃদয় ও দুটি মার্কিন পতাকার ছবি দিয়েছে৷ সঙ্গে ছিল তিনি তাঁর স্ত্রী কমলা হ্যারিসকে আলিঙ্গন করার একটি ছবি৷ সেখানে তিনি লেখেছন, ‘‘তোমার জন্য গর্বিত বোধ করছি ৷ ’’

doug emhoff kamalas ultimate hype man
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হতে চলেছেন ডাগ এমহফ

By

Published : Jan 19, 2021, 8:22 PM IST

নিউ ইয়র্ক, 19 জানুয়ারি : হাতে আর মাত্র দুই দিন ৷ তার পরই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন কমলা হ্যারিস৷ স্বাভাবিক আলোচনায় চলে এসেছেন তাঁর স্বামী ডাগ এমহফ ৷ কারণ, কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন৷ ফলে ডাগ এমহফ এই হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’৷

আরও একটা বিষয় হল প্রকাশ্যেও কমলা ও ডাগকে খুব সাবলীল ভাবে দেখা যায়৷ 2020 সালের 7 নভেম্বর এমহফ একটি ছবি পোস্ট করেন৷ সেখানে তিনি দুটি হৃদয় ও দুটি মার্কিন পতাকার ছবি দিয়েছে৷ সঙ্গে ছিল তিনি তাঁর স্ত্রী কমলা হ্যারিসকে আলিঙ্গন করার একটি ছবি৷ সেখানে তিনি লেখেছন, ‘‘তোমার জন্য গর্বিত বোধ করছি৷’’

আরও পড়ুন :দ্বিতীয়বার ট্রাম্পকে ইমপিচ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের

এছাড়াও দুজনের একাধিক দিক রয়েছে, যা এই প্রথম ঘটতে চলেছে ৷ কমলা ও হ্যারিস ও ডাগ এমহফ, দুজনেই দুটি বিভিন্ন জাতি থেকে এসে বিবাহিত জীবন যাপন করছেন ৷ এই প্রথম এমন কোনও দম্পতি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের জন্য এই প্রথম৷

ABOUT THE AUTHOR

...view details