ফিনিক্স, 6 মে : ফেস মাস্ক পরার বিষয়টি ঐচ্ছিক এবং নিজে মাস্ক পরবেন না, এমনটা আগেই জানিয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । নিজের সিদ্ধান্তেই অনড় রইলেন ডোনাল্ড ট্রাম্প । অ্যারিজ়োনায় মঙ্গলবার N95 মাস্ক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় তাঁর মুখে কোনও মাস্ক ছিল না ৷ অন্যদিকে, নভেম্বরের নির্বাচনে এই স্টেট দখলের বিষয়ে আশাবাদী তিনি ৷
ফিনিক্সের হানিওয়েল প্ল্যান্টে সর্বদা ফেস মাস্ক পরে থাকার কথা লেখা রয়েছে এবং বাকি সকলেই সেখানে মাস্ক পরেই ছিলেন । সেখানে অ্যামেরিকার প্রেসিডেন্ট ফেস মাস্ক ব্যবহারে রাজি না হওয়ায় তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ।