পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাইডেনকে শুভেচ্ছা-বার্তা বিশ্বনেতাদের

46 তম অ্যামেরিকান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন শুভেচ্ছার বন্যায় ভাসছেন ৷ বিশ্বের তাবড় তাবড় নেতারা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ৷

শুভেচ্ছার বন্যায় ভাসছেন বাইডেন
শুভেচ্ছার বন্যায় ভাসছেন বাইডেন

By

Published : Jan 21, 2021, 8:10 AM IST

ওয়াশিংটন, 21 জানুয়ারি : 46 তম অ্যামেরিকান প্রেসিডেন্ট হিসেব শপথ নিয়েছেন জো বাইডেন ৷ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হয়েছেন ভাইস প্রেসিডেন্ট ৷ আর অ্যামেরিকান প্রেসিডেন্টে হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা-বার্তা পৌঁছাচ্ছে তাঁর জন্য ৷

টুইট করে বাইডেনকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ অ্যামেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা ৷ আবহওয়া পরিবর্তন থেকে কোভিড, বিভিন্ন ইশুতে অ্যামেরিকার নেতৃত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি ৷’’

শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন ৷ প্যারিস চুক্তিপত্রে যোগ দেওয়ার জন্য তিনি বাইডনেকে আহ্বান জানিয়েছেন ৷ টুইটারে বাইডেন ও হ্যারিসের শপথ নেওয়ার দিনটি অ্যামেরিকার বাসিন্দাদের জন্য ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি ৷

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানাতে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন ৷ তাতে তিনি ইজ়রায়েল ও অ্যামেরিকার সম্পর্কের কথা উল্লেখ করেছন ৷ বাইডেনের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান বেঞ্জামিন ৷

আরও পড়ুন : আজ গণতন্ত্রের দিন, শপথ নিয়ে দৃপ্ত ঘোষণা বাইডেনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারত থেকে রাহুল গান্ধি বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘ গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু করার জন্য ইউএসএকে শুভেচ্ছা ৷ প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা ৷’’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জো বাইডেনকে 46 তম অ্যামেরিকান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details