পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

LAC বরাবর ভারতের উত্তর দিকে শক্তি বাড়াচ্ছে চিন : মাইক পম্পেও - LAC

লাদাখ ও উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু জায়গায় ভারতীয় ও চিনা সেনাবাহিনী প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেছে । চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের উত্তর দিকে আরও সেনা মোতায়েন করছে । আজ এমনই জানালেন মাইক পম্পেও ।

মাইক পম্পেও
মাইক পম্পেও

By

Published : Jun 2, 2020, 2:25 PM IST

ওয়াশিংটন, 2 জুন : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের উত্তর দিকে আরও বেশি সেনা মোতায়ন করছে চিন । আজ এমনই জানালেন অ্যামেরিকার স্টেট সচিব মাইক পম্পেও ।

লাদাখ ও উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু জায়গায় ভারতীয় ও চিনা সেনাবাহিনী প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেছে । দু'বার মুখোমুখি হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও দুই দেশের তরফে উত্তেজনা আরও বাড়াতে ও নিজেদের কঠোর অবস্থান বোঝাতে আরও সেনা মোতায়েন করছে ।

পম্পেও বলেন, "আমরা দেখতে পাচ্ছি এমন কী, আজও চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের উত্তর দিকে আরও সেনা মোতায়েন করছে ।" ইউহান থেকেই যে সারা বিশ্বে কোরোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে, তা এখনও মানতে নারাজ চিনের কমিউনিস্ট পার্টি । তিনি আরও বলেন, এই ভাইরাসের সংক্রমণ হংকংয়ের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details