পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ক্ষোভে ফুঁসছে নিহত সেনাদের পরিবার, সামলাতে হিমসিম চিন

গালওয়ান সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হন । কিন্তু নিজেদের ক'জন সেনা মারা গেছে চিন তা প্রকাশ করেনি । আর এই নিয়ে প্রশ্ন তুলেছে অ্যামেরিকার সংবাদ মাধ্যম ।

Indo-sino war at ladakh
লাদাখে ভারত-চিন সংঘর্ষ

By

Published : Jun 28, 2020, 4:41 PM IST

Updated : Jun 28, 2020, 5:12 PM IST

ওয়াশিংটন, 28 জুন : পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে কতজন চিনা জওয়ানের মৃত্যু হয়েছে ? সেই তথ্য এখনও প্রকাশ্যে আনেনি চিন। চিনের কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্তে মর্মাহত সেদেশের নাগরিকরা। এমনটাই জানাচ্ছে অ্যামেরিকার ব্রেইটবার্ত সংবাদমাধ্যম।

ব্রেইটবার্ত-এর তথ্য অনুযায়ী, ওই জওয়ানদের পরিবারকে চুপ করাতে হিমসিম খাচ্ছে চিন সরকার। জওয়ানদের পরিবারগুলি উইবোসহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে চিন সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও হতাশা উগরে দিচ্ছে।

যদিও লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে তাদের 20 জন জওয়ান শহিদ হয়েছেন বলে ঘটনার পর পরই জানিয়ে দিয়েছিল ভারত। কিন্তু চিনের পক্ষ থেকে দাবি করা হয়, মাত্র কয়েকজন সেনা আধিকারিক মারা গেছেন । যদিও ভারতের বক্তব্য, চিনের 43 জন সৈনিক গালওয়ান সংঘর্ষে হতাহত ।

চিন সরকারের সংবাদমাধ্যমের এডিটর হু জ়িজ়িন জানান, “ভারতের সঙ্গে সংঘর্ষে কয়েকজন চিনা জওয়ানের মৃত্যু হয়েছে ।”গালওয়ান ভ্যালিতে 15 জুন ভারতীয় ও চিন সেনার সংঘর্ষ বাধে ৷ তার আগে পূর্ব লাদাখের প্যাঙ্গং Tso, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে কয়েক সপ্তাহ ধরে ভারত-চিন সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিন সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং Tso-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷ পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিন সেনা সরে গিয়েছিল ৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল ৷ নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় কথা বলছিলেন দু'দেশের সেনা প্রধানরা ।

Last Updated : Jun 28, 2020, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details